স্থায়ী চাকরি নয়, অস্থায়ী ইন্টার্নশিপে উৎসাহ কেন্দ্রের

সেনায় অগ্নিবীর। চাকরিতে ইন্টার্ন (Intern)। বেকারদের ইন্টার্নশিপে (Internships) উৎসাহ দিচ্ছে মোদি সরকার (Modi Govt)। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এ নিয়েই অনেকের প্রশ্ন, স্থায়ী চাকরি আর…

সেনায় অগ্নিবীর। চাকরিতে ইন্টার্ন (Intern)। বেকারদের ইন্টার্নশিপে (Internships) উৎসাহ দিচ্ছে মোদি সরকার (Modi Govt)। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এ নিয়েই অনেকের প্রশ্ন, স্থায়ী চাকরি আর ইন্টার্নশিপ কি এক হোলো।

মঙ্গলবার বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ৫০০ কোম্পানিতে এক কোটি ইন্টার্নশিপের সুযোগ তৈরি করতে সরকার প্রকল্প আনবে। অর্থাৎ

   

চাকরি নয়। ইন্টর্নশিপ। এক কোটি ইন্টার্ন। দেশের ৫০০টি সংস্থায়। বাজেট এই প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেছেন যে দেশের ৫০০ সংস্থায় ১ কোটি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। ইন্টার্নরা এককালীন ছয় হাজার টাকা পাবেন। প্রতি মাসে ভাতা হিসেবে পাবেন পাঁচ হাজার টাকা।

NEET UG 2024: আবার নয় ‘নিট’, আর্জি বাতিল করে কারণ জানাল সুপ্রিম কোর্ট!

এই প্রকল্প নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, অস্থায়ী ইন্টার্নশিপ আর স্থায়ী চাকরি তো এক নয়। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, এরকম অস্থায়ী কাজই কি মোদী সরকারের কর্মসংস্থানের দাওয়াই। কারণ এই সরকারই চালু করেছে অস্থায়ী সেনা নিয়োগ। ২০২২ সালের জুন মাসে সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগের ঘোষণা হয়। অগ্নিপথ প্রকল্পে যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদের বলা হচ্ছে অগ্নিবীর। চার বছরের চুক্তিতে সশস্ত্র বাহিনীতে নিয়োগ। মাসিক বেতনের পাশাপাশি অগ্নিবীর জওয়ানদের বিশেষ ভাতা দেওয়া হয়। চার বছরের কর্মজীবনের শেষে এককালীন কয়েক লক্ষ টাকার প্যাকেজ। তবে পেনশন বা গ্র্যাচুইটি নেই। অবসরকালীন কোনও ভাতাও নেই।

বছর দুই পরে আবার অস্থায়ী চাকরির পক্ষে সওয়াল মোদী সরকারের। এ নিয়ে পালটা সুর চড়িয়েছে বিরোধীরা। সমাদবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, যতদিন কৃষক এবং যুবদের পাকা চাকরির ব্যবস্থা না হচ্ছে ততদিন কোনও লাভ নেই।