লাগামছাড়া মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই মানুষ নাভিশ্বাস ফেলছে। আমজনতাকে আরও সমস্যায় ফেলতে জনবিরোধী নরেন্দ্র মোদী সরকার এবার পণ্য ও পরিষেবা করের ( জিএসটি) হার বাড়াতে চলেছে। মোট ১৪৩টি পণ্যের ওপর জিএসটির চলতি হার বাড়ানোর জন্য রাজ্যগুলিকে প্রস্তাব পাঠানো হয়েছে। পরোক্ষ কর সম্পর্কিত পরিচালন সমিতির তরফে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ১৪৩টি পণ্যের মধ্যে বর্তমানে ৯২টি পণ্যের ওপর ১৮ শতাংশ হারে জিএসটি আদায় করা হয়। এই ৯২টি পণ্যের উপর জিএসটির বর্তমান হার ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার প্রস্তাব দিয়েছে পরিচালন সমিতি।
যে সমস্ত সামগ্রির ওপর জিএসটির হার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, পাঁপড়, গুড়, পাওয়ার ব্যাঙ্ক, ঘড়ি, সুটকেস, হাতব্যাগ, পারফিউম, ৩২ ইঞ্চির নিচে রঙিন টিভি, চকলেট, চুইংগাম, অ্যালকোহলহীন পানীয়, চশমা, চশমার ফ্রেম, লেদারের পোশাক প্রভৃতি। প্রসঙ্গত, যে সমস্ত জিনিসের উপর জিএসটির হার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, সেই সমস্ত সামগ্রীর উপর আগে জিএসটির হার কিছুটা কমানোও হয়েছিল। মানুষের কথা মাথায় রেখেই কর কমানো হয়েছিল।
কিন্তু জনবিরোধী কেন্দ্রীয় সরকার ফের তার আগের জায়গাতেই ফিরে যেতে চাইছে। পাঁপড় এবং গুড়ের ওপর জিএসটির হার শূন্য থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হতে পারে বলে সূত্রের খবর। তবে সূত্রের দাবি, জিএসটি কাউন্সিল করের হার বাড়ানোর বিষয়ে রাজ্যগুলির কাছ থেকে এখনও পর্যন্ত কোনও মতামত চায়নি। জানা গিয়েছে, মন্ত্রীদের যে কমিটি জিএসটির হার বাড়ানোর বিষয়টি দেখভাল করছে তারা এখনও জিএসটি কাউন্সিলে তাদের রিপোর্ট জমা দেয়নি।