‘চারধাম সড়ক প্রকল্পের ধাক্কায় ডুবছে যোশীমঠ’, উপগ্রহ রিপোর্টে নিষেধাজ্ঞা মোদী সরকারের

Joshimath

নির্দেশ অনুসারে কাজ শুরু হয়ে গেছে। উত্তরাখণ্ডের শৈলশহর যোশীমঠের (Joshimath) তলিয়ে যাওয়া নিয়ে কোনও সমীক্ষা সামনে আনা যাবে না এমনই নির্দেশ পেয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) যে উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে, তার পরই বাস্তবতা গোপন করার নির্দেশ দেওয়ায় অভিযুক্ত কেন্দ্রের মোদী সরকার।

যোশীমঠের ভূমিধস নিয়ে ইসরো যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়, মাত্র ১২ দিনে ৫.৪ সেন্টিমিটার বসে গেছে এই শহরটি।

   

Joshimath

ক্রমশ আরও বসে যাচ্ছে উত্তরাখণ্ডের আরও কিছু পাহাড়ি গুরুত্বপূর্ণ জনপদ। কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, পিপলকোঠির ভূমি বসে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্খানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে। আভিযোগ, এই পরিস্থিতিতে তথ্য চাপা দিতে মরিয়া মোদী সরকার।

Joshimath

শনিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের  নির্দেশে বলা হয়, সংবাদমাধ্যম বা সামাজিক মাধ্যমে  যোশীমঠের  ভূমিধস সম্পর্কে  তথ্য দিতে পারবেনা সরকারি প্রতিষ্ঠানগুলি। এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়েছে, বিভিন্ন সংস্থার  ব্যাখ্যা বিভ্রান্তি তৈরি করছে।   এটি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আরও বেশি ভীতি ছড়াচ্ছে। আর দেশের নাগরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বিশেষ বৈঠকের পর এমন নির্দেশ জারি করা হয়।

Joshimath

স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের চারধাম সড়ক প্রকল্পে পাহাড় কেটে, গাছ কেটে চলেছে রাস্তা তৈরির কাজ। এর জন্য যোশীমঠ ও সংলগ্ন এলাকা বিপর্যয়ের মুখে পড়েছে। যোশীমঠ খালি করানো নিয়েও প্রবল বিতর্ক। এলাকাবাসী আতঙ্কিত। বুলডোজার দিয়ে ধ্বংস করা হচ্ছে ক্ষতিগ্রস্থ বাড়ি,হোটেল

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন