অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় অগ্নিকান্ডে মোদীর শোকবার্তা

নয়াদিল্লি: বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পূর্ব গোদাবরী জেলার কোমারিপালেম গ্রামের আতসবাজি (Firecrackers) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। গুরুতরভাবে আহত ৪। এই…

নয়াদিল্লি: বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পূর্ব গোদাবরী জেলার কোমারিপালেম গ্রামের আতসবাজি (Firecrackers) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। গুরুতরভাবে আহত ৪। এই ঘটনায় মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Advertisements

এদিন এক্সের একটি পোস্টে তিনি লেখেন, “অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের সাথে আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলার কোমারিপালেম গ্রামে লক্ষ্মী গণপতি আতশবাজি (Firecrackers) ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ছয়জন নিহত এবং চারজন আহত হন।

বিজ্ঞাপন

রায়াবরম থানার তথ্য অনুযায়ী, শ্রমিকরা যখন আতশবাজি তৈরির কাজে ব্যস্ত ছিলেন, তখনই আচমকা আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় অনেক শ্রমিক কারখানার ভেতরে ছিলেন এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা পালাতে পারেননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয় ৬ জনের। ঘটনায় আশেপাশের গ্রামের প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

তবে, পুলিশ কর্মকর্তা, রাজস্ব কর্তৃপক্ষ এবং দমকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি মূল্যায়নের জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য রাজমহেন্দ্রভরম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ বর্তমানে ক্ষতিগ্রস্তদের শনাক্ত করার কাজে নেমেছে।

রায়াবরমে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। X-এর পোস্টে নাইডু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার কারণ, বর্তমান পরিস্থিতি এবং ত্রাণ ব্যবস্থা সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন।