উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা মোদীর

উত্তরপ্রদেশে ফের ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। শনিবার গভীর রাতে ঘটে (Pm Modi)  যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। এছাড়াও গুরুতর জখম হয়েছেন…

Modi announces Rs 2 lakh compensation for families of those killed in horrific accident in Uttar Pradesh

উত্তরপ্রদেশে ফের ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। শনিবার গভীর রাতে ঘটে (Pm Modi)  যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। এছাড়াও গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।(Pm Modi)  

জানা গিয়েছে, একটি যাত্রীবাহী গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি(Pm Modi)  সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজন যাত্রীর। কিছু যাত্রী গাড়ির মধ্যে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে পুলিশ ও দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়।(Pm Modi)  

   

স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার(Pm Modi)  করে কাছাকাছি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া শুরু হয়। দুর্ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশা ও দ্রুত গতির জন্যই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।(Pm Modi)  

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, “উত্তরপ্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।(Pm Modi)  

একইসঙ্গে প্রধানমন্ত্রীর তরফে দুর্ঘটনায় নিহতদের(Pm Modi)  পরিবারপিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে এই অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ঘটনার নিন্দা করে শোকপ্রকাশ করেছেন। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, “এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি সহানুভূতি জানাই। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।(Pm Modi)  

Advertisements

এই দুর্ঘটনা ফের একবার দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। বিশেষত, জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তাগুলিতে অতিরিক্ত গতি ও যানবাহনের নিয়ম না মানা, এমনকি চালকদের ঘুম বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো—এ সবই বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও খুবই জরুরি।

এই ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই ছিলেন পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের আকস্মিক মৃত্যুর জেরে ভেঙে পড়েছে গোটা পরিবার। সরকারি সাহায্য কিছুটা উপশম দিলেও, এই ক্ষতি কোনও অর্থেই পূরণ হওয়ার নয়।(Pm Modi)  

এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য সড়ক নিরাপত্তা আইন আরও কঠোর করা, ট্রাফিক নিয়মের বাস্তব রূপায়ণ এবং চালকদের সচেতনতা বৃদ্ধির দিকেও নজর দিতে হবে সরকারকে। দুর্ঘটনার তদন্তের পর স্পষ্ট হবে প্রকৃত কারণ, তবে প্রশাসনের এখন প্রধান দায়িত্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহায়তা পৌঁছে দেওয়া।

দেশজুড়ে এই দুর্ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। নেটমাধ্যমে অনেকেই মৃতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের দ্রুত সুস্থতার কামনা জানিয়েছেন। এখন দেখার, তদন্তের পর কী পদক্ষেপ নেয় প্রশাসন, এবং কীভাবে রোধ করা যায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ভবিষ্যতে।