হায়দরাবাদ: শুক্রবার ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুর গামী কাভেরি ট্রাভেলসের বাসে (Fire in Bus) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২০ জন। ভোর ৩ টে নাগাদ ৪৪ নং জাতীয় সড়কে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগার পর বিধ্বংসী আগুন লাগে লাক্সারি বাসটিতে। ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, যাত্রীবাহী বেসরকারি বাসটিতে ২৪৩ টি স্মার্টফোন ছিল। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুতে পাঠানো হচ্ছিল মোট ৪৬ লক্ষ টাকার স্মার্টফোনের একটি বড় অর্ডার। শনিবার ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাসটিতে আগুন (Fire in Bus) লাগার পর বোমার মোট ফাটতে শুরু করে মোবাইলগুলি। যার জেরে মুহূর্তের মধ্যেই বিধ্বংসী আগুন গ্রাস করে যাত্রীবাহী বাসটিকে।
মঙ্গনাথ নামক এক ব্যাবসায়ী মোবাইল গুলি বেঙ্গালুরুতে পাঠাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন আগুন লাগার পর বাসটি থেকে একের পর এক বোমা বিস্ফোরণের মত আওয়াজ শোনা যায়। ওই ২৩৬ টি মোবাইলের ব্যাটারি বিস্ফোরণে আগুনের মাত্রা অনেকগুন বেড়ে যায় বলে জানিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
জ্বালানি লিক করায় আগুন লাগে
অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) দমকল বিভাগের মহাপরিচালক পি ভেঙ্কটরমন উল্লেখ করেছেন যে স্মার্টফোনের বিস্ফোরণের পাশাপাশি বাসের এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক ব্যাটারিগুলিও ফেটে গেছে। ভেঙ্কটরমন বলেন, তাপ এতটাই তীব্র ছিল যে বাসের মেঝেতে থাকা অ্যালুমিনিয়ামের পাতগুলি পর্যন্ত গলে গিয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্বালানি লিকেজ থেকে বাসের সামনের অংশে আগুন লাগে। দুর্ঘটনার জেরে বাসের নিচে বাইকটি আটকে যায় এবং পেট্রোলের ছিটা, তাপ বা স্ফুলিঙ্গের সাথে মিলিত হয়ে আগুন লেগে যায়, যা মুহূর্তের মধ্যে পুরো বাসটিকে গ্রাস করে।
মদ্যপ অবস্থায় ছিলেন বাইক আরোহী?
কুর্ণুল (Kurnool) জেলায় বাইকের সঙ্গে ধাক্কা এবং অগ্নিকান্ডের পর সমাজমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার আগে ওই বাইক আরোহী মদ্যপ অবস্থায় নিকটবর্তী একটি পেট্রোল পাম্পে তেল ভরাতে গিয়েছিলেন (কলকাতা ২৪x৭ ভিডিওর সত্যতা যাচাই করেনি)। নিহত বাইক আরোহীর নাম শিবশঙ্কর, বলে সমাজমাধ্যমে দাবী করা হয়েছে।
https://x.com/SbnSodanap65364/status/1981980365616218429
যেখানে বলা হয়েছে যে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন ধরা পড়েছে। সমাজমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২৪শে অক্টোবর রাত ২:২২ মিনিটে নাগাদ পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তিকে দেখা গিয়েছে।
তাদের মধ্যে একজন অন্য বাইকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। কিছুক্ষণের জন্য ভারসাম্য হারিয়ে ফেলে ওই বাইক আরোহী। শিবশঙ্কর নামক ওই ব্যক্তিই পরে কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে ভোর ৩ টে নাগাদ বাসটিতে গিয়ে ধাক্কা মারে বলে দাবী করা হয়েছে।


