Lok-Sabha Election 2024: ভোট কেন্দ্রে (Lok-Sabha Election 2024) বুথের বাইরে বেনজির ঘটনা। ভোটারকে সপাটে চড় মারলেন শাসক দলের বিধায়ক। কম যান না আক্রান্ত ভোটারও! একটুও না ঘাবড়ে মুহূর্তে তিনিও বিধায়ককে কষিয়ে মাড়লেন থাপ্পড়। তারপরই হইহই কাণ্ড। ভোটগ্রহণ কেন্দ্রে তখন রীতিমত মার মার অবস্থা। ঘটনা অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) গুন্টুর জেলার তেনালির এক ভোট কেন্দ্রের।
বিধায়কের এই চড়ের ঘটনা ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের শাসক দল তেনালির ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক এ শিবকুমার একটি ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের সঙ্গে কথা বলছেন। তখন তাঁকে উদ্দেশ্য করে এক ভোটার কথা বলতেই বিধায়ক তাঁর দিকে এগিয়ে যান। এরপরই ওই ভোটারের মুখে চড় মারেনয। আক্রান্ত ভোটারও পাল্টা বিধায়ককে থাপ্পড় মারেন।
আরও পড়ুন- Lok Sabha Election: ইভিএমের বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে! তুমুল চাঞ্চল্য নদিয়ায়
এরপর সঙ্গে সঙ্গেই বিদায়কের অনুগামীরা ওই ভোটারের উপর ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় তাঁদের মারধর। ভাইরাল ভিডিওতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে এই মারধর থামানোর চেষ্টা করতেও দেখা যায়। তবে বিশেষ ফল মেলেনি। ১০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে আক্রান্ত ভোটারকে উদ্ধার করতে অবশ্য কোনও নিরাপত্তা কর্মীকে দেখা যায়নি।
হাতাহাতি শুরু হওয়ার আগে ঠিক কী হয়েছিল তা স্পষ্ট নয়। তবে, ভোটারের উপর বিধায়কের আক্রমণ সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে।
অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসন এবং ১৭৫টি বিধানসভা আসনে সোমবার ভোট গ্রহণ চলছে। ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে বিজেপি এবং এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টির লড়াই।
আরও পড়ুন- নজিরবিহীন, একে অপরকে জড়িয়ে ধরলেন দিলীপ-কীর্তি
টিডিপির মুখপাত্র জ্যোৎস্না তিরুনাগি বলেছেন যে, ‘ঘটনাটি ক্ষমতাসীন দলের হতাশাকে তুলে ধরছে। কারণ তারা জানে যে নির্বাচনে হারবে। তবে যা ঘটেছে তা হাস্যকর। ভোটারদের এই রুকে দাঁড়ানোর মানসিকতাই প্রমাণ করছে যে শাসক দলের দাদাগিরি আর কেই সহ্য করতে রাজি নয়।’
ওয়াইএসআর কংগ্রেস পার্টির কোনও মুখপাত্র অবশ্য এই ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হযননি। যদিও তাঁরা সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে দলের আহত বিদায়কের ছবি ভাগ করেছেন এবং অভিযোগ করেছে যে- দলের বিধায়ক টিডিপি সমর্থকের দ্বারা আক্রান্ত।