চমকে দেওয়া বিষয়, ভারতের একমাত্র এই রাজ্যেই রয়েছে মাত্র একটি রেল স্টেশন

ভারতের গণপরিবহণে রেলের গুরুত্ব অপরিসীম। তাই রেলকে দেশের ‘লাইফলাইন’ও বলা হয়ে থাকে। ভারতীয় রেল ব্যবস্থা বহরে দুনিয়ার চতুর্থবৃহৎ নেটওয়ার্ক। লোকাল ও দূরপাল্লা মিলিয়ে প্রত্যেকদিন দেশে…

Mizoram has only one station named bairabi of Indian Railways, মিজোরামে ভারতীয় রেলওয়ের বৈরাবি নামে একটি মাত্র স্টেশন রয়েছে

ভারতের গণপরিবহণে রেলের গুরুত্ব অপরিসীম। তাই রেলকে দেশের ‘লাইফলাইন’ও বলা হয়ে থাকে। ভারতীয় রেল ব্যবস্থা বহরে দুনিয়ার চতুর্থবৃহৎ নেটওয়ার্ক। লোকাল ও দূরপাল্লা মিলিয়ে প্রত্যেকদিন দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ ট্রেনে ওঠেন। রেলের মাধ্যমেই দেশের নানাপ্রান্ত জোড়া হয়েছে। এত বড় নেটওয়ার্কে তাই বহু ঘটনাই রয়েছে যা আপনাকে চমকে দিতে পারে। এই প্রতিবেদনে জানতে পারবেন দেসের একমাত্র রাজ্যের কথা যেখানে রেল স্টেশন রয়েছে মাত্র একটি। ফলে ওই রাজ্য থেকে রেলে চড়ে যাতায়াতের একমাত্র জায়গা সেই স্টেশটি।

মিজোরাম, উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য। একদিকে ত্রিপুরা, অন্যদিকে মণিপুর। অরেক পাশে রয়েছে বাংলাদেশ। এই মিজোরামেই রেল স্টেশনের সংখ্যা মাত্র একটি!

   

গন্ধ মোকাবিলা করতে আইওটি ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করল ভারতীয় রেল

মিজোরামের একমাত্র সেই রেল স্টেশন হল বইরবি। এছাড়া এ রাজ্যে আর কোনও রেল স্টেশন নেই। তাই মিজোরামের বাসিন্দাদের রেলে করে ভারতের বাকি অংশে পৌঁছনোর একমাত্র ভরসা বইরবি। মিজোরামে প্রায় ১৪ লখ মানুষের বাস। ফলে বইরবি দিয়ে প্রতিদিনই কয়েক হাজার মানুষ ট্রেনে ওঠেন। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি বইরবি দিয়ে গড়ায় পণ্যবাহী ট্রেনর চাকাও।

বইরবি, মিজোরামের এক মাত্র স্টেশন হলেও তার কদর যে খুব বেশি—তেমনও নয়। অতি সাধারণ এই রেল স্টেশন। বরং, এই স্টেশন অত্যাধুনিক সুযোগ-সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। ২০১৬ সালের আগে এই স্টেশনটি খুবই ছোট ছিল। তবে, ২০১৬-তে স্টেশনটির সংস্করণ করা হয়। রাজ্যের একটি মাত্র স্টেশন হওয়ায়, তা বহরে বাড়ানো হয়। পাশাপাশি কিছু সুযোগ-সুবিধাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

Eastern Railway:শিয়ালদহ এবং হাওড়ায় বিরাট সুবিধা চালু করল রেল! জেনে নিন সঠিক তথ্য

আইআরসিটি থেকে যদি বইরবি যাওয়ার জন্য টিকিট কাটতে চান, তাহলে BHRB কোড ব্যবহার করতে হবে। এটাই বইরবি স্টেশনের কোড।

বইরবি স্টেশনে রয়েছে মাত্র তিনটি প্ল্যাটফর্ম‌। বইরবি রেল স্টেশনটি অসমের কাটাখাল জংশনের সঙ্গে যুক্ত। যার দূরত্ব ৮৪ কিলোমিটার।