Arunachal Pradesh: ‘নিখোঁজ’ যুবককে খুঁজে পেল ড্রাগন বাহিনী

খোঁজ মিলল অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) সেই ‘নিখোঁজ’ হয়ে যাওয়া যুবকের। আর তাঁকে খুঁজে পেয়েছে চিন সেনারাই। তা স্বীকার করে নিয়েছে ড্রাগন বাহিনী (PLA)।

প্রতিরক্ষার জনসংযোগ আধিকারিক, তেজপুরের লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে এক বিবৃতিতে বলেন, “চিনের সেনাবাহিনী আমাদের জানিয়েছে যে তারা অরুণাচল প্রদেশ থেকে একটি নিখোঁজ ছেলেকে খুঁজে পেয়েছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।”

   

সম্প্রতি সীমান্ত পার করে ১৭ বছরের এক ভারতীয় যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশি দেশ চিনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই নানা বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় সেনার নজরদারির গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু অপহরণের অভিযোগ অস্বীকার করে চিনের সরকার।

অন্যদিকে পূর্ব অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও-এর অভিযোগ, ‘ গত মঙ্গলবার অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার বিসিং গ্রামে ঢুকে মিরাম তারোন নামের এক ১৭ বছরের কিশোরকে অপহরণ করে সীমান্ত পার করে চিনে নিয়ে যায়।’

সেইসময়ে চিন সরকারের তরফে জানানো হয়েছে, ‘কোনও ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় চিনের পিএলএ বা পিপলস লিবারেশন আর্মি। কিন্তু ওইদিন এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে খবর নেই। ভারতের তরফে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন