HomeBharatরেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৪ জনের, মর্মান্তিক ঘটনা মির্জাপুরে

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৪ জনের, মর্মান্তিক ঘটনা মির্জাপুরে

- Advertisement -

লখনউ: উত্তরপ্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত চারজনের। মঙ্গলবার দুপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যাত্রীরা উল্টোদিকের দরজা দিয়ে নেমে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন।

চুনার জংশনে ঘটে দুর্ঘটনা

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মির্জাপুর জেলার চুনার জংশনে। ওই ট্রেনে যাত্রীরা নেমেছিলেন প্ল্যাটফর্মের বিপরীত পাশে। এরপর দ্রুত অন্যপাশে যেতে গিয়ে তাঁরা রেললাইন পার হতে শুরু করেন। সেই সময়ই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল আরেকটি ট্রেন, যা সরাসরি ধাক্কা মারে তাঁদের।

   

রেল কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, যাত্রীদের নামার কথা ছিল প্ল্যাটফর্মের দিকেই। কিন্তু তাড়াহুড়ো করে উল্টোদিকের দরজা দিয়ে নেমে পড়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি।

দ্রুত শুরু হয় উদ্ধার কাজ Mirzapur Train Accident

ঘটনার পরপরই চুনার স্টেশনে কার্যত ছড়ায় আতঙ্ক। রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রেলওয়ে দফতরের এক আধিকারিক জানান, “যাত্রীদের আমরা বারবার সতর্ক করি যাতে কেউ বিপরীত পাশে না নামে। তবুও অনেকেই ঝুঁকি নিয়ে রেললাইন পার হন। এই দুর্ঘটনাটি সেই অসচেতনতার ফল।”

শোকপ্রকাশ রেলের

ঘটনায় শোক প্রকাশ করেছে উত্তর-মধ্য রেল প্রশাসন। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ফের উঠেছে রেলসুরক্ষা নিয়ে প্রশ্ন। বিশেষত ছোট স্টেশন বা জংশন এলাকায় যাত্রীদের সঠিক দিকনির্দেশ, ব্যারিকেড এবং নিরাপত্তা নজরদারির বিষয়টি আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular