HomeBharatযোগীরাজ্যে গণধর্ষণের শিকার নাবালিকা!

যোগীরাজ্যে গণধর্ষণের শিকার নাবালিকা!

- Advertisement -

লখনউ: যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) এক সপ্তম শ্রেণীর নাবালিকাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ। জানা গিয়েছে, ইন্সটাগ্রামে বিমল যাদব নামে এক যুবকের সঙ্গে নাবালিকার (Minor Girl) পরিচয় হয়। সমাজমাধ্যমের বন্ধুত্ব মেসেজ থেকে ফোনালাপে পৌঁছয়। ২ নভেম্বর নাবালিকার সঙ্গে দেখা করতে চান বিমল নামক ওই যুবক।

বিমলের বলে দেওয়া জায়গায় গিয়ে মেয়েটি দেখেন বিমলের সঙ্গে পীযূষ মিশ্র এবং শুভম শুক্লা নামক আরও দুই যুবক রয়েছে। একটি স্করপিও গাড়িতে করে এসেছিল ওই ৩ যুবক। নাবালিকাকে ‘জয় রাইড’ দেবে বলে গাড়িতে তোলা হয় বলে জানা গিয়েছে।

   

এরপর তাঁকে গাড়িতে তুলে লখনউ-এর আইআইএম রোডের উপর একটি হোটেলে নিয়ে যায়। অভিযোগ, নাবালিকার ফোন কেড়ে নিয়ে পালা করে তাঁকে দুদিন ধরে ধর্ষণ (Gangrape) করে ওই তিন যুবক। দু-দিন পর মেয়েটিকে তাঁর বাড়ির কাছে নামিয়ে দিয়ে পালায় তাঁরা।

মেয়েটির মা জানিয়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছে সে। দু-দিন ধরে কোথায় ছিল জানতে চাওয়া হলে ভেঙে পড়ে। মা-কে কিশোরী জানায়, যৌন নির্যাতনে (Gangrape) প্রতিবাদ করতে তাঁকে ওই যুবকরা মারধোর করে। অভিযুক্তরা নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।

পুলিশ জানিয়েছে, বুধবার নির্যাতিতার মা সরোজিনী নগর থানায় অভিযোগ জানান। তার ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। পীযূষ এবং শুভমকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ প্রধান অভিযুক্ত বিমল যাদবকে খুঁজছে।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular