যোগীরাজ্যে গণধর্ষণের শিকার নাবালিকা!

লখনউ: যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) এক সপ্তম শ্রেণীর নাবালিকাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ। জানা গিয়েছে, ইন্সটাগ্রামে বিমল যাদব নামে এক যুবকের সঙ্গে নাবালিকার (Minor Girl) পরিচয় হয়। সমাজমাধ্যমের বন্ধুত্ব মেসেজ থেকে ফোনালাপে পৌঁছয়। ২ নভেম্বর নাবালিকার সঙ্গে দেখা করতে চান বিমল নামক ওই যুবক।

Advertisements

বিমলের বলে দেওয়া জায়গায় গিয়ে মেয়েটি দেখেন বিমলের সঙ্গে পীযূষ মিশ্র এবং শুভম শুক্লা নামক আরও দুই যুবক রয়েছে। একটি স্করপিও গাড়িতে করে এসেছিল ওই ৩ যুবক। নাবালিকাকে ‘জয় রাইড’ দেবে বলে গাড়িতে তোলা হয় বলে জানা গিয়েছে।

   

এরপর তাঁকে গাড়িতে তুলে লখনউ-এর আইআইএম রোডের উপর একটি হোটেলে নিয়ে যায়। অভিযোগ, নাবালিকার ফোন কেড়ে নিয়ে পালা করে তাঁকে দুদিন ধরে ধর্ষণ (Gangrape) করে ওই তিন যুবক। দু-দিন পর মেয়েটিকে তাঁর বাড়ির কাছে নামিয়ে দিয়ে পালায় তাঁরা।

Advertisements

মেয়েটির মা জানিয়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছে সে। দু-দিন ধরে কোথায় ছিল জানতে চাওয়া হলে ভেঙে পড়ে। মা-কে কিশোরী জানায়, যৌন নির্যাতনে (Gangrape) প্রতিবাদ করতে তাঁকে ওই যুবকরা মারধোর করে। অভিযুক্তরা নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।

পুলিশ জানিয়েছে, বুধবার নির্যাতিতার মা সরোজিনী নগর থানায় অভিযোগ জানান। তার ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (POCSO) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। পীযূষ এবং শুভমকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ প্রধান অভিযুক্ত বিমল যাদবকে খুঁজছে।