NEET বিতর্ক এবং NET পরীক্ষা বাতিল প্রসঙ্গে ফের একবার বড় তথ্য দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইউজিসির নেট পরীক্ষা বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আর এই ঘটনার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে দিয়েছে রীতিমতো। এদিকে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল সাংবাদিক বৈঠকে বড় তথ্য দিলেন।
তিনি জানিয়েছেন, ‘গত ১৮ জুন এনটিএ-র ইউজিসি-নেট পরীক্ষায় ৯ লক্ষ পড়ুয়া অংশ নিয়েছিল। যদিও ইউজিসি গোপন ইনপুটের মাধ্যমে জানতে পারে পরীক্ষায় কিছু কারচুপি হয়েছে। যে কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। তবে চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। বিষয়টি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।’
শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল আরও বলেন, “নিটে বেশ কিছু বিষয় ছিল। একটি ছিল ‘গ্রেস মার্ক’ ইস্যু। আরেকটি, বিহারে কিছু ঘটেছে বলে অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন রয়েছে। তৃতীয়ত, গুজরাট থেকে কিছু অনিয়মের অভিযোগ উঠেছিল। এই তিনটি ভিন্ন ধরনের বিষয়। যদিও গ্রেস মার্কের বিষয়টি পুরোপুরি সমাধান করা হয়েছে। আরেকটি হল বিহারে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, অর্থনৈতিক অপরাধ শাখা ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে।”
#WATCH | Delhi: Ministry of Education Joint Secretary Govind Jaiswal says, “9 lakh students had participated in the UGC-NET exam that the NTA conducted on June 18… The ministry saw that there was a chance that the examination had been compromised. The ministry has decided to… pic.twitter.com/kVXTQKAq6G
— ANI (@ANI) June 20, 2024
#WATCH | Delhi: Ministry of Education Joint Secretary Govind Jaiswal says, “In NEET, there were several issues. One was the ‘grace mark’ issue. Another, it is alleged that something happened in Bihar, that is under investigation. Third, there was an allegation from Gujarat about… pic.twitter.com/a8XwdHuroE
— ANI (@ANI) June 20, 2024