আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের মাথা লুকিয়ে ভারতে, ইঙ্গিত দিল বাংলাদেশ

প্রতিবেশি দেশ থেকে পরিচালিত হচ্ছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এমনই দাবি করছে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কোন প্রতিবেশি দেশ? নাম উল্লেখ করা হয়নি।…

Bangladesh_RAB

প্রতিবেশি দেশ থেকে পরিচালিত হচ্ছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এমনই দাবি করছে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কোন প্রতিবেশি দেশ? নাম উল্লেখ করা হয়নি। ভারত মায়ানমার এই দুটি দেশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত। এর সিংহভাগই ভারতের সঙ্গে। সম্প্রতি আল কায়েদা ঘনিষ্ঠ বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম (পূর্বতন আহসারুল্লাহ বাংলা টিম) নেটওয়ার্কের (militant activity) একাধিক সদস্য ধৃত বাংলাদেশ ও ভারতে। দুই দেশেই তদন্তে উঠে এসেছে, জঙ্গি সংগঠনটির ‘আস-শাহাদাত’ গ্রুপ বিশেষ সক্রিয়।

বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী র‍্যাব চট্টগ্রাম শাখার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ ভিন্ন নামে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। তিনি জানান, আনসার আল ইসলাম মতাদর্শী ‘আস-শাহাদাত’ নামে নতুন একটি জঙ্গি গ্রুপ তৈরি করে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এই গ্রুপটি পার্শ্ববর্তী একটি দেশ হতে পরিচালিত হচ্ছে এবং এই সংগঠনের সদস্য সংখ্যা আনুমানিক ৮৫ থেকে ১০০ জন।

   

কমান্ডার আরাফাত ইসলাম জানান, এই গ্রুপটির উদ্ভাবক হচ্ছে পার্শ্ববর্তী দেশের নাগরিক হাবিবুল্লাহ এবং কথিত আমির সালাহউদ্দিন। এই গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। তারা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা আনসার আল ইসলামের নাম ব্যবহার না করে ‘আস-শাহাদাত’ গ্রুপের নামে সদস্য সংগ্রহ করছে।

তিনি জানান, ‘আস-শাহাদাত’ গ্রুপের নামে সংগঠনের সদস্য সংগ্রহ নানা নানা তৎপরতার জড়িত ৩ সদস্যকে কক্সবাজারের চৌফলদন্ডী এলাকা থেকে আটকের পর এই তথ্য মিলেছে। ঢাকা ও বিভিন্ন এলাকা থেকেও ‘শাহাদাত’ গোষ্ঠীর কয়েকজন ধরা পড়ে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র হারেজ শেখ জঙ্গি সংযোগ অভিযোগে ধরা পড়ে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সে আনসার আল ইসলাম সংগঠনের সদস্য। পশ্চিমবঙ্গ এসটিএফের তদন্তে উঠে আসে ওই ছাত্র ‘শাহাদাত’ সংশ্লিষ্ট। সামরিক ঘাঁটি পানাগড়েই জঙ্গি জাল ছড়ায় বাংলাদেশের আল ইসলাম। এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশে একাধিক মুক্তমনা লেখক খুনে জড়িত। সংঠনটির বেশ কিছু সদস্য আগেও পশ্চিমবঙ্গে ধরা পড়ে।

ভারত বিরোধী ষড়যন্ত্রে জড়িত আনসার আল ইসলামের সদস্য দুই বাংলাদেশি মাহমুদ হাসান @ শরিফুল হাসান (এ-1) এবং মোহাম্মদ সায়াদ হোসেন @ মোহাম্মদ সা’দ হোসেন @ সোহান মোল্লা @ শিহাব হোসেন ধরা পড়েছে মিজোরামে। তদন্তে উঠে এসেছে, সংগঠনটির সদস্যরা পশ্চিমবঙ্গ, অসম ও কর্ণাটকে সক্রিয়।