J&K: জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

ফের অশান্ত কাশ্মীর ঘাঁটি। জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার সাদনারা সুম্বলে বিহারের এক শ্রমিককে জঙ্গিরা গুলি করে হত্যা করে। এমনটাই জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিহত ওই শ্রমিকের নাম মহম্মদ আমরেজ, যিনি বিহারের মাধেপুরার বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়। কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে,”মধ্যরাতে সোদনারা সুম্বলের মহম্মদ অমরেজ একজনকে গুলি করে জঙ্গিরা এবং আহত করে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান।”

   

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজৌরিতে আত্মঘাতী বোমা হামলা চালানোর চেষ্টা কারী দুই জঙ্গিকে নিষ্ক্রিয় করতে গিয়ে তিন সেনা সদস্য শহিদ হন। সুবেদার রাজেন্দ্র প্রসাদ, রাইফেলম্যান মনোজ কুমার এবং রাইফেলম্যান লক্ষ্মণন ডি বৃহস্পতিবার সকালে অভিযানের সময় জঙ্গি হামলায় শহিদ হন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন