HomeBharatএবার ১৩৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে মেট্রো, খুশি নিত্য যাত্রীরা

এবার ১৩৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে মেট্রো, খুশি নিত্য যাত্রীরা

- Advertisement -

মেট্রো যাত্রীদের (Metro) জন্য রইল দারুণ সুখবর। আর ধীর গতিতে নয়, এবার একদম দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের গতিতে ছুটতে দেখা যাবে মেট্রোকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিকে রেলের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি নিত্য যাত্রীরা।

যে মেট্রোগুলি হাইস্পিডে ছুটবে সেটির ছবি প্রকাশ্যে এসেছে। আর এই ছবি দেখে চমকে গিয়েছেন সকলে। সকলের মুখে এখন একটাই কথা, ‘বাহ।’ আসলে এবার মীরাটের অভ্যন্তরে ২৩ কিলোমিটার দূরত্বে একই ট্র্যাকে নমো ইন্ডিয়া এবং মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। সবকিছু ঠিকঠাক থাকলে মিরাট মেট্রো ২০২৫ সালের জুনে কাজ শুরু করার লক্ষ্য নিয়েছে।

   

শনিবার দুহাই ডিপোতে মেট্রো কোচ উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনসিআরটিসি-র মুখ্য জনসংযোগ আধিকারিক পুনিত ভাটস বড় দাবি করেন। বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে বিশেষ মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। এনসিআরটিসি-র ম্যানেজিং ডিরেক্টর শলভ গোয়েল জানিয়েছেন, মেট্রোর গতিবেগ হবে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। মীরাট মেট্রোর একটি ট্রেন সেটে তিনটি কোচ থাকবে। প্রতিটি কোচে থাকবে ল্যাপটপ, মোবাইল চার্জিং-এর ব্যবস্থা।

মেট্রোর ভিতরে রোগীদের জন্য স্ট্রেচার এবং হুইলচেয়ার বহনের ব্যবস্থাও থাকবে। মীরাটে মোট ১৩টি স্টেশন থাকবে নমো ইন্ডিয়া। নমো ইন্ডিয়া ট্রেনটি মীরাট দক্ষিণ, শতাব্দী নগর, বেগমপুল এবং মোদীপুরম স্টেশনে থামবে। এদিকে নমো ইন্ডিয়া ট্রেনে চড়ে মীরাটের যাত্রীরা সহজেই গাজিয়াবাদ, সাহিবাবাদ এবং দিল্লি ভ্রমণ করতে পারবেন। ট্রেনটিতে বসার জন্য ১৭৩টি আসন থাকবে। একটি ট্রেনে ৭০০ যাত্রী যাতায়াত করতে পারবেন।

যে যে স্টেশনে ট্রেনটি থামবে সেগুলি হল মীরাট দক্ষিণ, পার্তাপুর, রিঠানি, শতাব্দী নগর, ব্রহ্মপুরী, মীরাট সেন্ট্রাল, ভৈনসালি, বেগমপুল, এমইএস কলোনি, দৌরলি, মীরাট উত্তর, মোদীপুরম এবং মোদীপুরম ডিপো স্টেশন । 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular