মেরঠ: স্ত্রীর পরকীয়ার বলি স্বামী৷ নৃশংসভাবে খুন করা হল মেরিন নেভি অফিসার সৌরভ রাজপুত (২৯)-কে৷ ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের ব্রহ্মপুরি এলাকার৷ পুলিশ জানিয়েছে, সৌরভ রাজপুত নামে ওই অফিসারকে তাঁর স্ত্রী মুসকান (২৭) এবং তাঁর প্রেমিক সাহিল (২৫) মিলে খুন করেছেন।
নিখোঁজ হওয়ার অভিযোগ Merchant Navy officer murdered by wife
পরিবারের তরফে সৌরভের নিখোঁজ হওয়ার অভিযোগ জানানোর পর তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মুসকান এবং সাহিলের সম্পর্ক ছিল৷ তাঁরা দু’জনে মিলেই এই পরিকল্পনা করেন।
৪ মার্চ রাতে মুসকান খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে অচেতন করেন। এরপর সাহিল তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। প্রমাণ লোপাট করতে দেহ টুকরো করে একটি ড্রামে ভরে দেওয়া হয় এবং সিমেন্ট দিয়ে সেটি সিল করে দেন মুসকান ও সাহিল। এরপর সৌরভের ফোন থেকে বিভ্রান্তিকর বার্তা পাঠিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে তাঁরা। তবে পুলিশের তৎপরতায় অপরাধীরা ধরা পড়ে যান৷
অভিযুক্ত মুসকান এবং সাহিল Merchant Navy officer murdered by wife
মেরঠের অতিরিক্ত পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, অভিযুক্ত মুসকান এবং সাহিল সৌরভকে খুন করার কথা স্বীকার করে নিয়েছেন। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালে বিয়ে হয় সৌরভ ও মুসকানের৷ দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল৷ তাদের তিন বছরের একটি কন্যা-সন্তানও রয়েছে। সৌরভ তাঁর মেয়ের জন্মদিন উদযাপন করতেই সম্প্রতি উত্তরপ্রদেশের বাড়িতে ফিরেছিলেন।
এই ঘটনায় মেরঠসহ গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্ত চলছে, এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে।
Bharat: Merchant Navy officer Saurabh Rajput, 29, was brutally murdered by his wife Muskan and her lover Sahil in Meerut. The gruesome crime involved dismembering the body and sealing it in a cement-filled drum. Police investigations revealed shocking details of betrayal.