মেহুল চোকসি প্রত্যর্পণ: মানবাধিকার প্রশ্নে বেলজিয়ামকে আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত হীরক ব্যবসায়ী মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণ নিশ্চিত করতে উদ্যোগী হল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) বেলজিয়ামের ন্যায় মন্ত্রককে…

Mehul Choksi extradition

নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত হীরক ব্যবসায়ী মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণ নিশ্চিত করতে উদ্যোগী হল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) বেলজিয়ামের ন্যায় মন্ত্রককে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছে, ভারতে ফিরিয়ে আনা হলে চোকসির মানবাধিকার ও মৌলিক সুরক্ষা সম্পূর্ণভাবে রক্ষা করা হবে।

প্রত্যর্পণ প্রক্রিয়ায় মানবাধিকার নিয়ে প্রশ্ন

সূত্র জানিয়েছে, ওই চিঠিতে চোকসির হেফাজতের সময় কী ধরনের ভৌত, চিকিৎসা ও আইনি সুরক্ষা দেওয়া হবে, তার বিস্তারিত উল্লেখ রয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়ায় মানবাধিকার নিয়ে বেলজিয়ামের যে প্রশ্ন উঠেছিল, সেই উদ্বেগ মেটাতেই এই পদক্ষেপ। বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকারের সঙ্গেও পরামর্শ করেছে কেন্দ্র।

   

বেলজিয়ামে গ্রেফতার Mehul Choksi extradition

চোকসি চলতি বছরের এপ্রিলে বেলজিয়ামে গ্রেফতার হন ভারতের আনুষ্ঠানিক অনুরোধে। তাঁর বিরুদ্ধে বহু-হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। মামলায় তাঁর ভাগ্নে নীরব মোদীও অন্যতম প্রধান অভিযুক্ত।

Advertisements

পিএনবি কেলেঙ্কারির পাশাপাশি চোকসির বিরুদ্ধে আরও কয়েকটি আলাদা ব্যাঙ্ক জালিয়াতির তদন্তও চলছে বলে জানা গিয়েছে। ভারতের তদন্ত সংস্থাগুলির লক্ষ্য, চোকসিকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা।