শিলং: উজবেকিস্তানের হোটেল থেকে উদ্ধার মেঘালয়ের প্রধান সচিব সায়েদ মহম্মদ আর রেজির মৃতদেহ৷ উজবেকিস্তানের বুখারা শহরে হোটেলের রুম থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গত ৪ এপ্রিল ব্যক্তিগত সফরে উজবেকিস্তানে গিয়েছিলেন রেজি৷ ২০২১ সাল থেকে মেঘালয়ের সরকারের আইআরটিএস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। (Meghalaya Principal Secretary Found Dead)
সোমবার সকালে রেজির ফোনে কোনো উত্তর না পেয়ে হোটেল কর্মীদের সন্দেহ হয়৷ তাঁর রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
মুখ্যমন্ত্রী কনরাড ক সাঙ্গমার শোক Meghalaya Principal Secretary Found Dead
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড ক সাঙ্গমা রেজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “সায়েদ মহম্মদ আর রেজির চলে যাওয়া আমাদের জন্য এক বিরাট ক্ষতি। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা৷ নিজের কাজের প্রতি অত্যন্ত একাগ্র ছিলেন তিনি। তাঁর সবার সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত সুমধুর৷ তাঁর সদগুণ ও কাজের প্রতি ভালোবাসা তাঁকে স্মরণীয় করে রাখবে।”
তিনি আরও যোগ করেন, “রেজি ছিলেন শুধু একজন ভালো কর্মকর্তা নয়, তিনি ছিলেন একজন হৃদয়বান, হাস্যোজ্জ্বল মানুষ, যিনি সব সময় নিজের সান্নিধ্যে থাকা সকলকে অনুপ্রাণিত করতেন।”
প্রাক্তন মন্ত্রী জেমস ক সাঙ্গমার শোকবার্তা Meghalaya Principal Secretary Found Dead
মেঘালয়ের প্রাক্তন বনমন্ত্রী জেমস ক সাঙ্গমা, যিনি রেজির সঙ্গে কাজ করেছিলেন, তাঁর মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেন। তিনি বলেন, “রেজি ছিল একজন অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান কর্মকর্তা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের সকলের জন্যই অত্যন্ত মূল্যবান ছিল। তার অকাল মৃত্যু আমাদের সকলকে গভীরভাবে কষ্ট দিয়েছে।”
রেজির স্ত্রীর উজবেকিস্তানে যাত্রা Meghalaya Principal Secretary Found Dead
মুখ্যমন্ত্রী কনরাড ক সাঙ্গমা জানিয়েছেন, রেজির স্ত্রীর উজবেকিস্তানে যাওয়ার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি সেখানে পৌঁছাবেন।
রেজির মৃত্যু প্রশাসনিক পরিসরে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা দীর্ঘদিন মনে থাকবে।
Bharat: Meghalaya Principal Secretary Syed Mohammad Rezi was found dead in a Bukhara hotel, Uzbekistan, during a personal trip. Initial reports suggest a heart attack. CM Conrad Sangma mourns the tragic loss, emphasizing Rezi’s dedication and inspiring leadership.