TMC: মমতার সাথে কথা চলছে, জোট সরকার মেঘালয়ে ?

শিলংয়ে ঠিক কী হচ্ছে? মেঘালয়ের রাজধানীতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক। ঘোড়া কেনাবেচার জন্য উড়ছে টাকা। জোট নিয়ে জটিলতা বাড়ছে। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় সরকার গড়তে দরকার ৩১ জন বিঘায়ক। কোনও দলই এই গরিষ্ঠতা পায়নি।

Chief Minister Mamata Banerjee

শিলং জু়ড়ে আলোচনা কার সরকার? মেঘালয়ে কোনও দলই একক গরিষ্ঠতা পায়নি। তবে বৃহত্তম দল হিসেবে এনপিপি নেতা বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দাবি তিনিই ফের সরকার গড়বেন। অন্যদিকে জোট সরকার গড়তে মরিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক মুকুল সাংমা। জানা যাচ্ছে বিভিন্ন আঞ্চলিক দলের সাথে কথা বলে জোটের উদ্যোগ নিয়েছেন মুকুল। তাঁর উদ্যোগে সায় দিয়েছেন দলটির প্রধান নেত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের আলোচনা জোট প্রক্রিয়া সফল হলে পশ্চিমবঙ্গ বাইরে মেঘালয়ে (Meghalaya) সরকারের শরিক হবে তৃণমূল কংগ্রেস। মুকুল সাংমার দাবি তাদের জোটে আছে ৩২ জন বিধায়ক।

Mamata Banerjee Meghalaya Election

   

আসরে নেমে পড়েছেন প্রাক্তন মুৃখ্যমন্ত্রী মুকুল সাংমা। তাঁর ডাকা বৈঠকে তৃ়নমূলের ৫ জন, কংগ্রেসের ৫ জন, UDP এর ১১ জন, ২ HSPDP বিধায়ক, VPP এর ৪ জন,২ PDF বিধায়ক নিয়ে ৩০ জনের তালিকা করা হয়। মুকুল সাংমা জানান, জোটের তরফে ইউডিপিকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা চলছে।

৬০ আসনের মেঘালয় বিধানসভায় সরকার গড়তে দরকার ৩১ জন বিঘায়ক। কোনও দলই এই গরিষ্ঠতা পায়নি।

শিলংয়ে ঠিক কী হচ্ছে?
মেঘালয়ের রাজধানীতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক। কে কোন দিকে যাবে তারই বিশ্লেষণ চলছে। এ রাজ্যে গত ২ মার্চ ফল ঘোষণা হয়। তাতে ২৬টি আসন পেয়েছে NPP, ভোট প্রচারে BJP এর তরফে কনরাড সাংমার নেতৃত্ব চলা সরকারকে দুর্নীতিগ্রন্থ বলেছিলেন মোদী। তবে ভোট মিটতেই BJP আগ বাড়িয়ে NPP কে সাথে জোট বার্তা দেয়। BJP এর আছে ২ জন বিধায়ক।

NPP কে প্রথমে সমর্থন দিলেও পরে সরে আসে HSPDP দলটি। তাদের বিধায়ক সংখ্যা ২ জন। এর পর কনরাড সাংমার পক্ষে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে সরকার গড়ার আবেদন মুখ থুবড়ে পড়ে।

পাশাপাশি শুরু হয় মুকুল সাংমার উদ্যোগে জোট গঠন পর্ব। তিনি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও উত্তর পূর্বের গুরুত্বপূর্ণ নেতা। কংগ্রেস ছেড়ে তৃ়নমূলে এসেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন