Meghalaya Election 2023: ‘মুকুলদা পালাবেই’ নিশ্চিত তৃণমূল, মেঘালয়ে কে লিখবে ভোটের কবিতা?

mamata with mukul sangma

কংগ্রেস বা বিজেপি যে কোনও একদিকে ঢলে পড়তে পারেন মুকুল দা, ওকে ধরে রাখা কঠিন। এমনই আলোচনা তুঙ্গে তৃ়ণমূল কংগ্রেস (TMC) শিবিরে। কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন দিদিও নিশ্চিত। তবে যা হবে সব আগামী ২ মার্চ ফলাফল ঘোষণার পরেই। ২৭ তারিখ (Meghalaya Election 2023) মেঘালয় বিধানসভা নির্বাচন।পশ্চিমবঙ্গের বাইরে বারবার অভিযান চালিয়ে ব্যর্থ টিম মমতার কাছে তুলনামূলক লড়াই করার জায়গা মেঘালয়-মেঘের দেশ।

মেঘালয় বিধানসভা নির্বাচনে তৃণমূল কি লিখবে ‘ভোটের কবিতা’? এই প্রশ্নের উত্তর কোটি টাকা ছাড়িয়ে গেছে। রাজ্যের ৬০টি আসনের জন্য ভোট যুদ্ধে বিরোধী দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে তৃণমূল কংগ্রেস। ঘন ঘন মেঘালয় সফল করছেন তৃ়ণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে থাকা দল এনপিপির মূল লড়াই তৃণমূলের সাথেই।

   

কারণ, এ রাজ্যে গত বিধানসভা ভোট বিরোধী দল হওয়া কংগ্রেস ভাঙিয়ে তৃ়ণমূল শিবির হয়ে গেছে বিধানসভায় বিরোধী দল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেস বিধায়করা যোগ দেন তৃ়নমূলে। সেই শক্তি নিয়ে ভোট যুদ্ধে নেমেছে টিএমসি।

মেঘালয়ে এনপিপি-বিজেপি জোটের সরকার। তবে দুই শরিক পরস্পরের বিরুদ্ধেই নেমেছে। এখান থেকেই উঠছে প্রশ্ন, বিজেপির দিকে চলে যেতে পারেন মুকুল সাংমা। তবে তাঁকে ঘরে ফেরাতে মরিয়া কংগ্রেসও। আপাতত মমতা শিবিরের হয়েই মুকুল সাংমা লড়াই করছেন।

তৃণমূল কংগ্রেসের সামনে পশ্চিমবঙ্গের বাইরে কোনও রাজ্যে সরকার গড়ার সুযোগ আছে মেঘালয়ে। শিলংয়ের সিংহাসন দখলে মরিয়া মমতা। সূত্রের খবর, ত্রিপুরায় দলের ভরাডুবি হবে তা নিশ্চিত মমতা। আর মেঘালয়ে আছে সুবর্ণ সুযোগ। তবে সবই ঘুরছে দলবদলু মুকুল সাংমাকে ঘিরে। এদিকে রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে উত্তর পূর্বাঞ্চলের জবরদস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল সাংমাকে নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে অদৃশ্য প্রতিযোগিতা। অপারেশন লোটাস বনাম পাওয়ার প্লে-মাঝে আছেন মমতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন