Meghalya Election 2023: দলবদলু মুকুলকে নিয়েই ভয় তৃণমূলে, মেঘালয়ে মমতার প্রেস্টিজ ফাইট

Meghalya Election 2023: মেঘালয়ে সরকার গঠন করার ১০০দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। প্রচারে এসে এমনই দাবি করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Meghalya Election 2023: TMC fears about Mukul Sangma's change of party

short-samachar

Meghalya Election 2023: মেঘালয়ে সরকার গঠন করার ১০০দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। প্রচারে এসে এমনই দাবি করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

পশ্চিমবঙ্গের বাইরে মেঘালয়ে তৃণমূলের (TMC) বড় শক্তি। এ রাজ্যে তারা বিরোধী শক্তি। তবে ভোটে জিতে নয়। কংগ্রেসকে ভাঙিয়ে বিধানসভায় টিএমসি ঢুকেছে। মেঘালয় বিধানসভায় নির্বাচন (Meghalaya Election 2023) মমতার কাছে প্রেস্টিজ ফাইট।

মেঘালয়ে তৃ়ণমূল কংগ্রেসের ক্যাপ্টেন মুকুল সাংমা। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে শিলংয়ের রাজনীতিতে গুঞ্জন, মুকুলকে ঘরে ফেরাতে কংগ্রেস ততপর। তিনি ফের দল পরিবর্তন করতে পারেন। মুকুলকে নিয়ে এমন আশঙ্কা তৃ়ণমূলেও আছে। তবে বিধানসভা নির্বাচনে জোড়া ফুল প্রতীক নিয়েই মুকুল সাংমা লড়াই করবেন। তিনি এ রাজ্যে তৃ়ণমূলের ভরসা।

পশ্চিমবঙ্গের বাইরে মেঘালয়ে তৃণমূল সর্বাধিক চর্চিত। গোয়াতে ভোটে লড়াই করলেও সেখানে দাগ কাটতে পারেনি টিএমসি। তেমনই ত্রিপুরার পরিস্থিতি। এ রাজ্যেও ভোটে নেমেছে টিএমসি। তাৎপর্যপূর্ণ,ত্রিপুরা বিধানসভা নির্বাচনের একেবারে শেষ পর্বের প্রচারে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক।