যদি এই পথ শেষ হয়, তবে শান্তি। মাত্র ৩৫ জন ভোটার! তারাই তো গণদেবতা। তাদের সাক্ষাত পেতে মাইলের পর মাইল দুর্গম পাহাড়, নদী, গিরিখাদ পার করে গণতন্ত্রের রক্ষীরা পৌঁছে গেছেন এমন এক কেন্দ্রে যেখানে মাত্র ৩৫ জন ভোটার। (Meghalaya Election 2023)
মেঘালয় নির্বাচন কমিশনের তথ্য বলছে, আমলারেম বিধানসভার অন্তর্ভুক্ত এবং শিলং লোকসভা কেন্দ্রের অধীন কামসিং গ্রামটি অত্যন্ত দুর্গম ভোট কেন্দ্র। এই গ্রামটি পশ্চিম জয়ন্তীয়া জেলায় অবস্থিত। পার্বত্য উপজাতিদের বসবাস কামসিং গ্রামে। সোমবার এখানকার ৩৫ জন ভোটার ভোট দেবেন।
রাজ্যের মোট ৬০টি আসন। তারই একটি আমলেরাম বিধানসভা। গত বিধানসভা ভোটে আমলেরাম কেন্দ্র থেকে জয়ী হন ইউডিপির প্রার্থী। এবারের ভোটে আমলেরাম কেন্দ্রে ইউডিপি ও তৃ়ণমূল কংগ্রেসের মধ্যে মূল লড়াই হতে চলেছে।
ভোট শেষে ফের ভোট কর্মীদের একই পথে নেমে অসতে হবে। পাহাড়ি, গিরিখাদ, নদী পেরিয়ে ভোট বাক্স নিয়ে তাঁরা নামবেন। দুর্গম পথে চড়াই যেমন কঠিন তেমনই ভোট সরঞ্জাম নিয়ে উতরাই কঠিন। যদি আবহাওয়া বিরুপ হয় তাহলে আরও বিপদ।