চিকিৎসার ছল! যোগীরাজ্যে হিন্দুদের ধর্মান্তকরণের গোপন চক্র ফাঁস

লখনউ: চিকিৎসা, আর্থিক সাহায্যের নাম করে হিন্দুদের ধর্মান্তকরণ (Hindu Conversion) করা হচ্ছে উত্তরপ্রদেশের লখনউ-এ! সম্প্রতি এই বিস্ফোরক দাবি সামনে উঠে এসেছে। চাঙ্গুর বাবাদের মত ধর্মান্তকরণের…

লখনউ: চিকিৎসা, আর্থিক সাহায্যের নাম করে হিন্দুদের ধর্মান্তকরণ (Hindu Conversion) করা হচ্ছে উত্তরপ্রদেশের লখনউ-এ! সম্প্রতি এই বিস্ফোরক দাবি সামনে উঠে এসেছে। চাঙ্গুর বাবাদের মত ধর্মান্তকরণের বড় বড় চক্রের রহস্য ফাঁস হওয়া সত্ত্বেও যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নাকের তলায় রাজধানী লখনউ-এর আশেপাশে হিন্দুদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করানোর চক্র এখনও সক্রিয় রয়েছে বলে দাবি উঠছে।

Advertisements

এই ঘটনা রীতিমত পুলিশ-প্রশাসনকেও অবাক করে দিয়েছে। জানা গিয়েছে, মোহনলালগঞ্জের জ্যোতি এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রের পাশে চিকিৎসা ব্যবস্থা প্রদান করে একটি খ্রিস্টান সংগঠন। বলা হচ্ছে, কুষ্ঠ রোগীদের সেখানে চিকিৎসার পর জ্যোতি নগরেই রাখা হয়। ওই এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস থাকলেও খ্রিস্টানদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে জানা গিয়েছে।

   

সূত্রের খবর, ধর্মান্তকরণ-চক্রের মূল মাথা ম্যাথুজ নামক এক ব্যক্তি। আদপে মলখন নামক ওই ব্যক্তি ধর্ম পরিবর্তন করেই ম্যাথুজ নাম নিয়েছেন। অভিযোগ, চিকিৎসা এবং চমৎকারের নামে হিন্দুদের ধর্মান্তরিত (Hindu Conversion) করান ম্যাথুজ। তদন্তে জানা গিয়েছে, হিন্দু মহিলারা সিন্দুর মুছে ফেলে জয় শ্রী রামের বদলে মাসীহ বলছেন।

‘অলৌকিক ক্ষমতার’ অধিকারী ম্যাথুজ

লখনউয থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত নিগোহান গ্রামের একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। জানা গিয়েছে, মাঠের মাঝখানে তৈরি একটি বাড়িতে নিয়মিত বাইবেল পড়ানো হয় এবং চিকিৎসার নামে গ্রামবাসীদের ধর্মান্তরিত (Hindu Conversion) করা হয় বলে অভিযোগ। দাবি করা হচ্ছে, ম্যাথুজ নামক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিগোহানে সক্রিয়ভাবে হিন্দুদের ধর্মান্তরিত করে আসছেন।

এই প্রার্থনা সভায় যোগ দেওয়া গ্রামবাসীরা নিজেরাই ম্যাথুজের অলৌকিক ঘটনাবলীর গল্প বলছেন। মহিলারা বলেন যে ম্যাথুজের প্রার্থনা সভায় যোগদানের পর তাদের অসুস্থতা সেরে গিয়েছে। অনেক হিন্দু মহিলা স্বীকার করেন যে তারা আর সিঁদুর পরেন না এবং খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন। তাছাড়া গ্রামবাসীরা এখন “জয় শ্রী রাম” এর পরিবর্তে “জয় মসীহ” জপ করেন। কেরাল থেকেও মানুষ এই সভায় আসেন। মহিলারা বলেন যে যীশু খ্রিস্ট সবকিছু আরোগ্য করেন।

গ্রেফতার ম্যাথুজ

সম্প্রতি মলখন ওরফে ম্যাথুজকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দাবি করা হচ্ছে যে এই ধরনের ধর্মীয় স্থানের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মোহনলালগঞ্জ, নাগরাম, নিগোহান এবং গোসাইগঞ্জকে ধর্মান্তকরণের (Hindu Conversion) জায়গা হিসেবে বেছে নেওয়া হচ্ছে।

এখন প্রশ্ন উঠছে, যখন চাঙ্গুর বাবার মতো বড় বড় চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল, তখন ম্যাথুজের মতো ব্যক্তিরা লখনউয়ের কাছে এত দিন কীভাবে সক্রিয় ছিল? ধর্মের আড়ালে অলৌকিক নিরাময়, এবং চিকিৎসার আড়ালে ধর্মান্তর! এই খেলা বর্তমানে যোগীর (Yogi Adityanath) রাজধানীর প্রশাসনিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে।