দুবাই-মাদুরাইগামী Spice Jet-এর বিমানে যান্ত্রিক গোলযোগ, আতঙ্কে যাত্রীরা

ফের একবার বড়সড় প্রশ্ন উঠল স্পাইস জেটের বিমানে থাকা যাত্রীদের সুরক্ষা নিয়ে। স্পাইসজেটের বোয়িং বি৭৩৭ ম্যাক্স বিমানের নাকের চাকায় গোলযোগের কারণে স্পাইসজেটের দুবাই-মাদুরাই ফ্লাইটটি বিলম্বিত…

ফের একবার বড়সড় প্রশ্ন উঠল স্পাইস জেটের বিমানে থাকা যাত্রীদের সুরক্ষা নিয়ে। স্পাইসজেটের বোয়িং বি৭৩৭ ম্যাক্স বিমানের নাকের চাকায় গোলযোগের কারণে স্পাইসজেটের দুবাই-মাদুরাই ফ্লাইটটি বিলম্বিত হয়।

স্পাইসজেট বি৭৩৭ বিমান ভিটি-এসজেডকে ম্যাঙ্গালোর-দুবাই ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর পরিদর্শনের সময়ে ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেন যে বিমানের চাকাটি স্বাভাবিকের চেয়ে বেশি সংকুচিত হয়েছে। এরপরেই বিমানটিকে কিছু সময়ের জন্য আটকে রাখা হয়। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত ২৪ দিনে স্পাইসজেটের বিমানে প্রযুক্তিগত ত্রুটির এটি নবম ঘটনা। জেনে নেওয়া যাক, গত কয়েকদিনে বিমানে প্রযুক্তিগত ত্রুটির আটটি ঘটনার পর ডিজিসিএ গত ৬ জুলাই স্পাইসজেটকে শো-কজ নোটিশ জারি করে।

   

বোয়িং বি৭৩৭ বিমানের সামনের চাকা সচল না হওয়ায় সোমবার স্পাইসজেটের দুবাই-মাদুরাই ফ্লাইট বিলম্বিত হয়। ডিজিসিএর তরফ থেকে বলা হয়েছে, সোমবারের ঘটনাটি গত ২৪ দিনের মধ্যে স্পাইসজেটের একটি বিমানে প্রযুক্তিগত ত্রুটির নবম ঘটনা। এর আগে, ডিজিসিএ গত ৬ জুলাই ১৯ জুন থেকে শুরু করে বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির আটটি ঘটনায় কারণ দর্শানোর নোটিশ জারি করে বলেছিল, সস্তার পরিষেবা সরবরাহকারী সংস্থাটি নিরাপদ, কার্যকর এবং নির্ভরযোগ্য বিমান পরিষেবা সরবরাহে “ব্যর্থ” হয়েছে।

ডিজিসিএ-র এক আধিকারিক জানান, সোমবার ম্যাঙ্গালুরু-দুবাই ফ্লাইটটি বোয়িং বি৭৩৭ ম্যাক্স বিমান থেকে পরিচালিত হচ্ছে, যার রেজিস্ট্রেশন নম্বর ভিটি-এসজেডকে। তিনি বলেন, বিমানটি অবতরণের পর প্রকৌশলী পরিদর্শন করে দেখেন, পরের চাকাগুলো স্বাভাবিকের চেয়ে বেশি চাপানো হয়েছে।