MCD: সমীক্ষা মিলবে? দিল্লি পুরসভা দখলে মোদী-কেজরির তীব্র লড়াই

দিল্লি পুরসভার (MCD) ভোটগণনা চলছে। বিজেপি (BJP) এবং আম আদমি পার্টির (AAP) তীব্র লড়াই চলছে।অনেকটাই পিছিয়ে রয়েছে (INC) কংগ্রেস। বিজেপি ও আপ শতাধিক আসনে এগিয়ে।…

Modi-Kejriwal intense fight to capture the Delhi Municipality

দিল্লি পুরসভার (MCD) ভোটগণনা চলছে। বিজেপি (BJP) এবং আম আদমি পার্টির (AAP) তীব্র লড়াই চলছে।অনেকটাই পিছিয়ে রয়েছে (INC) কংগ্রেস। বিজেপি ও আপ শতাধিক আসনে এগিয়ে।

টানা ১৫ বছর ধরে দিল্লি পুরসভা বিজেপির দখলে। এবার ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জয়ী ধরা হয়েছে।

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে টানা তিনদফা ক্ষমতায় আপ। তারা পাঞ্জাবেও সরকার গড়েছে। এবার দিল্লির পুরসভায় আপ নিজের ক্ষমতা দেখাতে মরিয়া। দিল্লিতে বিপুল ভর্তুকি পরিকল্পনা দিয়ে চলেছে আপ সরকার।

Advertisements

রবিবার দিল্লির পুরসভার ২৫০ আসনে ভোট গ্রহণ হয়েছে।ক্ষমতায় আসার জন্য ১২৬টি আসনে জিততে হবে। নির্বাচনের ফলপ্রকাশে যে ছবি আসছে তাতে আপের বড় উত্থান। একাধিক বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছে, বিজেপিকে হারিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি।