Sunday, December 7, 2025
HomeBharatMCD: ঝাড়ু মেরে দিল্লি থেকে বিজেপি সাফ করছেন কেজরি

MCD: ঝাড়ু মেরে দিল্লি থেকে বিজেপি সাফ করছেন কেজরি

টানা ১৫ বছর পর দিল্লির পুরসভা থেকে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি

- Advertisement -

মোদী-কেজরির তীব্র লড়াইয়ের যে ছবি সকাল থেকে দেখা যাচ্ছিল সেটা বেলা গড়াতেই বদলাতে শুরু করল।দিল্লি পুরসভার (MCD) ভোটগণনা চলছে। বিজেপি (BJP) এবং আম আদমি পার্টির (AAP) লড়াইয়ে ক্রমশ হাসি চওড়া (Arvind Kejriwal) কেজরিওয়ালের। দিল্লির মু়খ্যমন্ত্রীর দখলে রাজধানীর পুরসভাটি বলেই ফলাফল পরিসংখ্যান আসছে। টিমটিম করছে (INC) কংগ্রেস।

টানা ১৫ বছর ধরে দিল্লি পুরসভা বিজেপির দখলে। এবার ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জয়ী ধরা হয়েছে।

   

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে টানা তিনদফা ক্ষমতায় আপ। তারা পাঞ্জাবেও সরকার গড়েছে। এবার দিল্লির পুরসভায় আপ নিজের ক্ষমতা দেখাতে মরিয়া। দিল্লিতে বিপুল ভর্তুকি পরিকল্পনা দিয়ে চলেছে আপ সরকার।

রবিবার দিল্লির পুরসভার ২৫০ আসনে ভোট গ্রহণ হয়েছে।ক্ষমতায় আসার জন্য ১২৬টি আসনে জিততে হবে। নির্বাচনের ফলপ্রকাশে যে ছবি আসছে তাতে আপের বড় উত্থান। একাধিক বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছে, বিজেপিকে হারিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular