এক দেশ, এক নির্বাচন নিয়ে কেন্দ্রের পাশে মায়াবতী

এক দেশ এক নির্বাচন নিয়ে এবার কেন্দ্রকে সমর্থন করলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী (Mayawati)। আজ বুধবার বিকেলে নিজেই ট্যুইট করে সে কথা জানালেন বিএসপি নেত্রী।…

mayawati modi

এক দেশ এক নির্বাচন নিয়ে এবার কেন্দ্রকে সমর্থন করলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী (Mayawati)। আজ বুধবার বিকেলে নিজেই ট্যুইট করে সে কথা জানালেন বিএসপি নেত্রী।

বিএসপি নেত্রী মায়াবতী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এক দেশ, এক নির্বাচন ব্যবস্থার অধীনে দেশের লোকসভা, বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলির নির্বাচন একসঙ্গে করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ যে অনুমোদন দিয়েছে সে সম্পর্কে আমাদের দলের অবস্থান ইতিবাচক। তবে এর উদ্দেশ্য অবশ্যই জাতীয় ও জনস্বার্থে হওয়া উচিত।”

   

অর্থাৎ নেত্রী জানিয়ে দিলেন, এই বিষয়ে তিনি কেন্দ্রের সঙ্গে একমত। উল্লেখ্য, আজ বুধবারই ‘এক দেশ এক নির্বাচন’ (One Nation, One Election)-এর বিষয়টিকে অনুমোদন দিল মন্ত্রিসভা। আজ বুধবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।’ অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, “রাজনৈতিক মহলের একটা বড় অংশই এক দেশ এক নির্বাচনের উদ্যোগকে সমর্থন করেছে। যখন তারা উচ্চ পর্যায়ের সভাগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন তারা খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে এবং অনেক স্পষ্টতার সাথে তাদের ইনপুট দেয়। আমাদের সরকার দীর্ঘমেয়াদে গণতন্ত্র এবং জাতিকে প্রভাবিত করে এমন বিষয়গুলিতে ঐকমত্য তৈরিতে বিশ্বাস করে। এটি এমন একটি বিষয়, এমন একটি বিষয় যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।’

দেশে বিধানসভা ও লোকসভা ভোট একসঙ্গে করার পথ এখন সহজ হয়েছে। এক দেশ এক নির্বাচনের প্রস্তাব আজ অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টের পর মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। গত মেয়াদ থেকেই এক দেশ এক নির্বাচন নিয়ে সিরিয়াস ছিল মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদী বহুবার এক দেশ এক নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনী জনসভায়ও বলেছেন। সম্প্রতি এনডিএ সরকারের ১০০ দিন পূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক দেশ এক নির্বাচনের এনডিএ-র সংকল্পের পুনরাবৃত্তি করেন। বিলটি এখন সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে।

বর্তমানে ভারতে বিভিন্ন সময়ে দেশের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এক দেশ এক নির্বাচন মানে সারা দেশে লোকসভা ও বিধানসভা একসঙ্গে নির্বাচন। অর্থাৎ, ভোটাররা লোকসভা এবং রাজ্য বিধানসভার সদস্যদের নির্বাচনের জন্য একই দিনে, একই সময়ে বা পর্যায়ক্রমে তাদের ভোট দেবেন।