দল চালাবে ভাইপোই! ভোট মিটতেই বড় ঘোষণা পিসির

মন কষাকষি অতীত (Mayawati Akash)। ফের ভাইপোর ওপরই আস্থা রাখলেন পিসি। ভাইপো আকাশ আনন্দকে রাজনৈতিক উত্তরাধিকারীর পদে পুনর্বহাল করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। দেড়…

মন কষাকষি অতীত (Mayawati Akash)। ফের ভাইপোর ওপরই আস্থা রাখলেন পিসি। ভাইপো আকাশ আনন্দকে রাজনৈতিক উত্তরাধিকারীর পদে পুনর্বহাল করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী।

দেড় মাস আগে আকাশকে দলের শীর্ষপদ থেকে সরিয়ে দিয়েছিলেন মায়াবতী। কিন্তু ভোট মিটতেই ফের স্বপদে ফিরলেন আকাশ আনন্দ।

   

এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ভরাডুবি হয়েছে বহুজন সমাজ পার্টির। ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ১০টি আসনে জয়ী হয়েছিল মায়াবতীর দল।

উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হতে পারেন বিজেপি সাংসদ! জোর জল্পনা

এবার সে-রাজ্যে খাতাই খুলতে পারেনি মায়াবতীর দল। তা নিয়ে দলের অন্দরে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। সম্ভবত সে-কারণেই আকাশকে ফের সামনে আনলেন মায়াবতী।

রবিবার লখনউতে উত্তরপ্রদেশে দলের ফলাফল বিশ্লেষণ করতে বৈঠকে বসেছিলেন মায়াবতী। সেখানেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

একই সঙ্গে আকাশকে ফের বিএসপির জাতীয় সমন্বয়কারীর দায়িত্বও দেওয়া হয়েছে। শনিবার উত্তরাখণ্ড বিধানসভা উপনির্বাচনের জন্য ১৩ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিএসপি। সেই তালিকায়ও নাম রয়েছে আকাশের।

‘সব সুবিধা নিয়েছে, কিন্তু ভোট দেয়নি’, মুসলিমদের নিশানা অসমের মুখ্যমন্ত্রীর

মায়াবতীর ভাই আনন্দ কুমারের সন্তান আকাশ। লন্ডনে পড়াশোনা করেছেন আকাশ আনন্দ। ম্যানেজমেন্টের ছাত্র আকাশের বয়স ৩০-এর নীচে।

২০১৭ সালে আকাশ সম্পর্কে মায়াবতী বলেছিলেন, এ হল আমার ভাইপো আকাশ। ও লন্ডন থেকে এমবিএ করে এসেছে। আর এখন থেকে দলের কাজও করবে।

সীমান্ত পেরিয়ে শ্রীলঙ্কায় প্রবেশ! ২২ ভারতীয় জেলের করুণ পরিণতি

২০১৯ সালে আকাশ তাঁর প্রথম জনসভা করেন উত্তরপ্রদেশের আগরায়। ওই বছরেই লোকসভা ভোটের প্রচারের দায়িত্বও দেওয়া হয় মায়াবতীর ভাইপোকে।