হায়দরাবাদের নামপল্লিতে আসবাবপত্রের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল চারিপাশ

হায়দরাবাদের নামপল্লি এলাকায় একটি আসবাবপত্রের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টানা চলছে দমকল ও উদ্ধার অভিযান। আগুন লাগার ঘটনার পর গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়,…

Fire at Gangasagar Mela

হায়দরাবাদের নামপল্লি এলাকায় একটি আসবাবপত্রের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টানা চলছে দমকল ও উদ্ধার অভিযান। আগুন লাগার ঘটনার পর গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়, সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও, গোডাউনে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নামপল্লির ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই আসবাবপত্রের গোডাউন থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। কাঠের আসবাব, ফোম, বার্নিশ এবং অন্যান্য দাহ্য উপকরণ থাকার ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

   

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের একাধিক ইউনিট। পাশাপাশি পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও এলাকাটি ঘিরে ফেলে। আশপাশের দোকান ও বাড়ি থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার স্বার্থে গোডাউনের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে প্রশাসন, বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। দমকল আধিকারিকদের মতে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রথম দিকে ভিতরে ঢুকে কাজ করা সম্ভব হয়নি। ঘন ধোঁয়া ও অতিরিক্ত তাপ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। এরপর বিশেষ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে দমকল কর্মীরা ধাপে ধাপে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পাশাপাশি গোডাউনের ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা খতিয়ে দেখতে শুরু হয় তল্লাশি অভিযান।

প্রাথমিকভাবে হতাহতের কোনও নিশ্চিত খবর না মিললেও, প্রশাসন বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক। গোডাউনের ভিতরে কর্মীরা কাজ করছিলেন কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। উদ্ধারকাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আধিকারিকরা।

 

 

Advertisements