হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৮ জনের, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গেল ৫ জন রোগী সহ ৮ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ…

হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৮ জনের, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গেল ৫ জন রোগী সহ ৮ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

 

জানা গিয়েছে, সোমবার মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৮ জনের। জব্বলপুরের এসপি সিদ্ধার্থ বহুগুণা ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই হাসপাতালের কর্মী৷ এক ঘণ্টার চেষ্টায় দমকলের একটা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে৷ ঘটনার পর হাসপাতালের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। মৃতদের চিহ্নিত করার কাজ চলছে।

Advertisements

এই ঘটনায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে জানিয়েছেন, ‘মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাহায্য করবে রাজ্য সরকার। আহতদের চিকিৎসার পুরো খরচও সরকার বহন করবে।’

পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে গোহালপুর থানা এলাকার চন্ডাল ভাটা এলাকার নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতালে হঠাৎ আগুন লাগে। হাসপাতাল থেকে বের হওয়ার একমাত্র পথ চলায় বেশির ভাগ মানুষ ভেতরে আটকে পড়েন। আগুন দেখতে পাওয়া মাত্রই ভয়াবহ রূপ নেয়। এমনকী দমকলের ইঞ্জিনও প্রাথমিক ভাবে আগুন নেভাতে পারেনি। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ সংযোগ কেটে দিলে এক ঘণ্টার কঠোর পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আসে।