HomeBharatবাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ২

বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ২

- Advertisement -

লখনউ: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন ২ জন, আহত ৫। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউ-এর একটি কারখানায়। বিপুল পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকার কারণেই কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন বোমা নিরধক স্কোয়াডের (BDDS) আধিকারিক হনুমান প্রসাদ। জানা গিয়েছে, কারখানার পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন লেগে মারা যান আলম নামক এক ব্যক্তি এবং তাঁর স্ত্রী মুন্নি।

বাজি তৈরির জন্য বিপুল পরিমাণে বারুদে কোনভাবে আগুন লেগে বিস্ফোরণ হয় বলে সূত্রের খবর। পুলিশের যুগ্ম কমিশনার বাবলু কুমার বলেন, “বিস্ফোরণের ফলে সংলগ্ন একটি বাড়িতে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ উদ্ধারকার্য শুরু করা হয়। তবে দুর্ভাগ্যবশত ওই বাড়ির মালিক আলম এবং তাঁর স্ত্রীকে বাঁচানো যায়নি। তাঁদের সন্তান এবং পাশের বাড়ির শিশুরা গুরুতর আহত হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

   

খবর পেয়েই পুলিশ, আপৎকালীন রেসপন্স দল সহ রাজ্যের বিপর্যয় মোকাবিলা (SDRF) বাহিনীর সুদস্যেরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানিয়েছেন জেলা প্রশাসক বিশাখ জি। “বিস্ফোরণের কারণ জানতে পুলিশ এবং দমকল বাহিনী তদন্তে নেমেছে। ঘটনায় দুজনের মৃত্যু এবং পাঁচ জন আহত হয়েছে”, বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাসায়নিক ভরতি একটি ট্রাকেও আচমকা আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশ। বারেলি-জয়পুর হাইওয়েতে মথুরার মনোহরপুর আনন্দ ঘড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে। যার জেরে ট্রাকটিতে বিধ্বংসী আগুন লেগে যায়।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular