পুনঃনির্মিত হতে চলেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের মার্তন্ড সূর্য মন্দির৷ এ এক ঐতিহাসিক সিদ্ধান্ত জম্মু-কাশ্মীর প্রশাসনের৷ দর্শনার্থীদের জন্য ফের অষ্টম শতাব্দীর এই মন্দিরকে ফের নির্মাণের কথা ঘোষণা করে প্রশাসন৷ সোমবার এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে৷
জানা গিয়েছে, শুধু পুনঃনির্মাণই নয়, সেই সঙ্গে মন্দির প্রাঙ্গনে সম্রাট ললিতাদিত্য মুক্তপদর বিগ্রহ স্থাপন করা হবে৷ জম্মু-কাশ্মীর প্রশাসন কর্তৃক একটি জারি করা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এই মর্মে৷ সেই বিজ্ঞপ্তিতে জম্মু-কাশ্মীরের সরকারের সেক্রেটারি হিসেবে সই করেছেন নীরজ পণ্ডিত৷
গত মাসেই কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পরিদর্শন করেন মার্তন্ড সূর্য মন্দির এবং সেখানে তাঁকে মহাযজ্ঞে অংশগ্রহণ করতেও দেখা যায়।
প্রসঙ্গত, ঐতিহাসিকদের মতে, অষ্টম শতাব্দীতে এই মন্দির স্থাপন করেছিলেন জম্মু-কাশ্মীরের রাজা ললিতাদিত্য। তিনি ছিলেন সূর্যের উপাসক৷ তবে, ১৩৮৯ থেকে ১৪১৩ খ্রিস্টাব্দের মধ্যে বেশ কয়েকবার মন্দিরকে ধ্বংস করতে আক্রমণ করে মুসলিম শাসকরা৷ শেষ পর্যন্ত মুসলিম শাসক সিকন্দর বুটসিকান বা সিকন্দর শাহ মিরি এই সূর্য মন্দিরটি ধ্বংস করেন৷