লিভ-ইন পার্টনারকে খুন, লোহার ট্রাঙ্কে দেহ পুড়িয়ে পলাতক প্রাক্তন রেলকর্মী

উত্তরপ্রদেশের ঝাঁসিতে ঘটে গেল এক নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড। অবসরপ্রাপ্ত রেলকর্মী রাম সিং পরিহার তার লিভ-ইন পার্টনার (Jhansi murder case) প্রীতি-কে নির্মমভাবে খুন করে দেহ…

লিভ-ইন পার্টনারকে খুন, লোহার ট্রাঙ্কে দেহ পুড়িয়ে পলাতক প্রাক্তন রেলকর্মী

উত্তরপ্রদেশের ঝাঁসিতে ঘটে গেল এক নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড। অবসরপ্রাপ্ত রেলকর্মী রাম সিং পরিহার তার লিভ-ইন পার্টনার (Jhansi murder case) প্রীতি-কে নির্মমভাবে খুন করে দেহ একটি লোহার ট্রাঙ্কে ভরে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।

Advertisements

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত রাম সিং একই সময়ে দুই স্ত্রীকে নিয়ে আলাদা আলাদা এলাকায় সংসার করছিলেন। প্রথম স্ত্রী থাকতেন ঝাঁসির সিপরি বাজার এলাকায় এবং দ্বিতীয় স্ত্রী গীতা থাকতেন সিটি কোতোয়ালি অঞ্চলে। এই দ্বৈত দাম্পত্য জীবনের পাশাপাশি তিনি প্রীতি নামে এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রীতি দীর্ঘদিন ধরেই রাম সিংয়ের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করছিলেন। অভিযুক্ত ইতিমধ্যেই তাকে কয়েক লক্ষ টাকা দিয়েছিল বলে জানা গেছে। ক্রমবর্ধমান আর্থিক চাপ ও সম্পর্কের টানাপোড়েন থেকেই খুনের পরিকল্পনা করে রাম সিং।

ঘটনাটি ঘটে চলতি মাসের ৮ জানুয়ারির আশেপাশে। ওই দিন প্রীতিকে খুন করার পর তার দেহ একটি ত্রিপল দিয়ে মুড়ে লোহার ট্রাঙ্কে ভরে ফেলে অভিযুক্ত। এরপর সেই ট্রাঙ্কের মধ্যেই আগুন লাগিয়ে দেহ পুড়িয়ে ফেলা হয়। দেহ পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাই বস্তায় ভরে কাছের একটি নদীতে ফেলে দেওয়া হয়।

কিন্তু অভিযুক্ত এখানেই থামেনি। দেহাবশেষসহ ট্রাঙ্কটি নিজের দ্বিতীয় স্ত্রী গীতার বাড়িতে পাঠানোর পরিকল্পনা করে সে। এজন্য একটি লোডার ভাড়া করা হয়। অভিযুক্ত ৪০০ টাকার বিনিময়ে চালক জয়সিং পালকে ট্রাঙ্কটি পরিবহনের দায়িত্ব দেয়।

লোহার ট্রাঙ্কটির অস্বাভাবিক ভার এবং আচরণে সন্দেহ হয় চালকের। প্রথমে তিনি মাল বহনে অস্বীকৃতি জানালেও পরে রাজি হন। তবে গীতার বাড়িতে পৌঁছানোর পর তার সন্দেহ আরও বেড়ে যায় এবং তিনি দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাঙ্কটি খুলতেই চোখে পড়ে বিভীষিকাময় দৃশ্য পোড়া হাড়ের টুকরো, ছাই এবং কয়লার মতো অবশিষ্টাংশ। সঙ্গে সঙ্গে ফরেনসিক দলকে ডাকা হয় এবং নমুনা সংগ্রহ করা হয় তদন্তের জন্য।

ঝাঁসির পুলিশ সুপার প্রীতি সিং জানিয়েছেন, প্রধান অভিযুক্ত রাম সিং পরিহার বর্তমানে পলাতক। তাকে ধরতে বিশেষ দল গঠন করে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তের ছেলে নীতিন ও আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রীতির প্রাক্তন স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়েছে। এই ঘটনায় ঝাঁসির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।

Advertisements