একত্রবাসের জন্য এবার ‘রেজিস্ট্রেশন’ মাস্ট! অভিন্ন দেওয়ানি বিধি আনছে রাজ্য

নয়াদিল্লি: এ বার থেকে একত্রবাসের জন্যেও করাতে হবে রেজিস্ট্রেশন৷ কাগুজে সাক্ষরে মিলবে সঙ্গীর সঙ্গে থাকার অনুমতি৷ এমনই নিয়ম আনতে চলেছেন উত্তরাখণ্ড সরকার৷ একত্রবাসের আগে বিয়ের…

Marriage like registration for live-in

short-samachar

নয়াদিল্লি: এ বার থেকে একত্রবাসের জন্যেও করাতে হবে রেজিস্ট্রেশন৷ কাগুজে সাক্ষরে মিলবে সঙ্গীর সঙ্গে থাকার অনুমতি৷ এমনই নিয়ম আনতে চলেছেন উত্তরাখণ্ড সরকার৷ একত্রবাসের আগে বিয়ের মতোই রেজিস্ট্রেশন করাতে হবে যুগলকে। আসন্ন সাধারণতন্ত্র দিবস থেকেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চাইছে পুষ্কর সিং ধামীর সরকার। (Marriage like registration for live-in)

   

একক নাগরিক কোড (ইউসিসি)-এর আওতায় এই গুরুত্বপূর্ণ নিয়ম আনছে উত্তরাখণ্ড সরকার।  একত্রবাসের জন্য রেজিস্ট্রেশন ছাড়াও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এবার থেকে উত্তরাখণ্ডে কোনও যুগল একত্রবাস করতে চাইলে তাঁদের রেজিস্ট্রেশন প্রয়োজন হবে। বিয়ের মতো এ ক্ষেত্রেও থাকবেন সাক্ষী৷ ভবিষ্যতের নথি হিসাবে ভিডিয়ো রেকর্ড করা হবে। প্রয়োজনে ছবি এবং আধার কার্ডের তথ্যও যুক্ত করা হবে।

সোমবার, উত্তরাখণ্ড সরকার ইউসিসি পোর্টাল সম্পর্কে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে একটি সেশন শুরু করেছে। এই প্রশিক্ষণ সেশনে তিনজন উপ-জেলা ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। ইউসিসি পোর্টালে নাগরিক, সেবা কেন্দ্রের কর্মী এবং সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা লগইন অপশন থাকবে, এবং সাইন আপ করার জন্য আধার তথ্য প্রদান বাধ্যতামূলক।

ওই পোর্টালের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশন থেকে বিবাহবিচ্ছেদ, একত্রবাসের রেজিস্ট্রেশন, একত্রবাস বন্ধ, আইনি উত্তরাধিকার-সহ একাধিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যাঁরা আগে থেকেই একত্রবাসে রয়েছেন বা নতুন করে একত্রবাসের চিন্তা ভাবনা করছেন, প্রতিটি যুগলের জন্য এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। একত্রবাসের জন্য সঙ্গীর নাম, বয়স, নাগরিকত্ব, ধর্ম, তিনি পূর্বে কোনও সম্পর্কে ছিলেন কি না, ফোন নম্বর পোর্টালে নথিভুক্ত করতে হবে৷ জানা গিয়েছে, দু’ধরনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে৷ সঙ্গী যদি উত্তরাখণ্ডের বাসিন্দা হন, তাহলে এক ধরনের রেজিস্ট্রেশন এবং অন্য কোনও রাজ্যের বাসিন্দা হলে পৃথক রেজিস্ট্রেশন থাকবে।