Marriage: মৃত মেয়ের বিয়ে দিতে চায় মা-বাবা! তাজ্জব বিজ্ঞাপনে হতবাক সমাজমাধ্যম

এক দম্পতির মেয়ে মারা গিয়েছেন আজ থেকে ৩০ বছর আগে। সেই মৃত মেয়েরই বিয়ের জন্য বিজ্ঞাপন দিল মা-বাবা। শুধু তাই নয় বিজ্ঞাপনে উল্লেখ আছে, পাত্রের…

ghost

এক দম্পতির মেয়ে মারা গিয়েছেন আজ থেকে ৩০ বছর আগে। সেই মৃত মেয়েরই বিয়ের জন্য বিজ্ঞাপন দিল মা-বাবা। শুধু তাই নয় বিজ্ঞাপনে উল্লেখ আছে, পাত্রের হিসেবে তাঁকেই বেছে নেওয়া হবে যিনি আজ থেকে ত্রিশ বছর আগে মারা গিয়েছে। তাজ্জব করা ঘটনাটি ঘটেছে কর্নাটকে।

দক্ষিণ কর্নাটক পুত্তুরের বাসিন্দা ওই পরিবারের এখন লক্ষ্য ৩০ বছর আগে তাঁদের প্রয়াত মেয়ের জন্য বিয়ের আয়োজন করা। কিন্তু মৃত মেয়ের বিয়ে দিতে গেলে তো প্রয়োজন কোনও ‘মৃত’ বরের। সেজন্য রীতিমতো বিজ্ঞাপনও দিয়েছেন তাঁরা। যদিও মৃত মেয়ের বিয়ে দেওয়ার জন্য সঠিক প্রেতাত্মার সন্ধান পাননি তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশ সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, তাঁদের পরিবারের তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে যেখানে লেখা আছে, “৩০ বছর আগে প্রয়াত পাত্রীর জন্য বর চাই। যিনিও ৩০ বছর আগেই প্রয়াত হয়েছেন। প্রেথা মাদুভে (আত্মাদের বিয়ে) আয়োজন করতে অনুগ্রহ করে প্রদত্ত নম্বরে কল করুন।”

   

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে বিভিন্ন কথা রটেছে। কেউ এই বিষয়কে কটাক্ষ করেছে আবার কেউ এই বিষয়টা নিয়ে হাসাহাসি করেছে। আবার কেউ এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশও করেছেন।