মার্কশিট জালিয়াতিতেও নাম জড়াল বিজেপির

প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষায় দুর্নীতি। একের পর এক সর্বভারতীয় পরীক্ষা নিয়ে নাজেহাল বিজেপি। এবার প্রকাশ্যে মার্কশিট জালিয়াতি (Marksheet Scam)। সেটাও আবার বিজেপি শাসিত রাজ্যে। Advertisements…

Marksheet Scam Uncovered in BJP-Ruled State

প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষায় দুর্নীতি। একের পর এক সর্বভারতীয় পরীক্ষা নিয়ে নাজেহাল বিজেপি। এবার প্রকাশ্যে মার্কশিট জালিয়াতি (Marksheet Scam)। সেটাও আবার বিজেপি শাসিত রাজ্যে।

Advertisements

উত্তর-পূর্বের রাজ্য অসমে মার্কশিট জালিয়াতির মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কাঠগড়ায় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। বরপেটার গণেশলাল চৌধুরী কলেজের একটি ঘটনার তদন্তে নেমে বড় দুর্নীতির খোঁজ পায় পুলিশ। টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের মার্কশিটের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিজ্ঞাপন

প্রথমে আজিজুল হক নামের এক ছাত্রের মার্কশিটে নম্বরে গরমিল নজরে আসে তদন্তকারীদের। তাঁকে গ্রেফতার করা হয়নি দেখে সন্দেহ জোরাল হয় অসমের সিআইডির। তারপরে একাধিক মার্কশিট জালিয়াতির তথ্য সামনে আসে। কম্পিউটারে তৈরি মার্কশিটে তথ্য বিকৃতি এবং পরীক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এ নিয়ে মুখ খুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, ‘মার্কশিট জালিয়াতির তদন্ত করছে সিআইডি। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলাও রুজু হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না।’