Maoist Attack: হাওড়া-মুম্বই রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা

ঝাড়খন্ডে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা (Maoist Attack)। বৃহস্পতিবার রাতে গোয়েলকেলা এবং পোসাইতা স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনের একটি বড় অংশ উড়িয়ে দেয় মাওবাদীরা। এর ফলে…

Maoist attack in jharkhand

ঝাড়খন্ডে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা (Maoist Attack)। বৃহস্পতিবার রাতে গোয়েলকেলা এবং পোসাইতা স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনের একটি বড় অংশ উড়িয়ে দেয় মাওবাদীরা। এর ফলে হাওড়া-মুম্বই রুটের ট্রেন চলাচল পুরোপুরি থমকে গিয়েছে ।

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোয়েলকেলা এবং পোসোইতা রেলওয়ে স্টেশনের মধ্যে এক জায়গায় রল লাইন উড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisements

খবর অনুযায়ী, মাওবাদী সংগঠন ২২ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে। ঘটনাস্থল থেকে একটি মাওবাদী পোস্টার ও ব্যানারও পাওয়া গিয়েছে।ঘটনাটি ঘটেছে চক্রধরপুর রেল বিভাগের গোয়েলকেলা ও পোসাইতা রেলস্টেশনের মধ্যে কারো নদীর কাছে।ঘটনায়, চক্রধরপুর রেলস্টেশনে যাত্রীরা আটকে পড়েছেন। যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা রেলওয়ে ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে গিয়েছে। রেললাইন মেরামতের পরেই ট্রেন চলাচল আবার শুরু হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে এবং শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে। সংগঠনটি ১৬ ডিসেম্বর থেকে ‘প্রতিবাদ সপ্তাহ’ পালন করছে এবং আজ,শুক্রবার ভারত বনধের ডাক দিয়েছে।