রেলের উন্নয়নমূলক কাজের জন্য ১২ দিন বাতিল থাকবে বহু ট্রেন, ভোগান্তিতে পড়বেন যাত্রীরা

চলতি মাসে প্রায় ১২ দিন বাতিল থাকবে একাধিক লোকাল মেমু এবং এক্সপ্রেস ট্রেন। রেলের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত…

Indian Railways Announces Historic 20% Discount on Round-Trip Tickets for Puja Season

চলতি মাসে প্রায় ১২ দিন বাতিল থাকবে একাধিক লোকাল মেমু এবং এক্সপ্রেস ট্রেন। রেলের একাধিক উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) মহরমের তাজিয়া শোকের খড়গপুর শাখা (kharagpur Division)। বাতিল করা হয়েছে খড়গপুর থেকে পুরী শাখায় এই ট্রেন। এই ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়বেন যাত্রীরা। যদিও বিষয়টি সম্পর্কে দক্ষিণ-পূর্ব রেল আগাম বিজ্ঞপ্তি জারি করেছে, তবে ৬০ দিন আগে থেকে সংরক্ষিত আসনে যাঁরা বুকিং সেরে রেখেছিলেন, তাঁদের শেষ মুহূর্তে বিস্তর কাঠখড় পোড়াতে হবে বলে আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট মহল।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৬৮০৫১/৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর আপ এবং ডাউন ট্রেন ১০ জুলাই থেকে ২২ জুলাই– টানা ১৩ দিন বাতিল করা হচ্ছে। ১১ জুলাই এবং ১৮ জুলাই বাতিল করা হচ্ছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন। ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল ১২ এবং ১৯ জুলাই বাতিল করা হবে। ০২৮৩৯ আপ শালিমার-পুরী স্পেশাল ১৩ জুলাই এবং ২০ জুলাই, ০২৮৪০ ডাউন পুরী-শালিমার স্পেশাল ১৪ জুলাই এবং ২১ জুলাই বাতিল করা হচ্ছে।

   
Advertisements

১৯ জুলাই ও ২০ জুলাই বাতিল করা হচ্ছে ১৮০৩৭ আপ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস। পাশাপাশি, ২০ এবং ২১ জুলাই ১৮০৩৮ ডাউন জাজপুর-কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, ১০ জুলাই থেকে ২২ জুলাই ৬৮০৪৯ /৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর ভদ্রকের রুট পরিবর্তন করে বালেশ্বর থেকে যাওয়া-আসা করবে।