HomeBharatJammu Kashmir: উরি সেক্টরে ৩ জঙ্গিকে নিকেশ করল সেনা

Jammu Kashmir: উরি সেক্টরে ৩ জঙ্গিকে নিকেশ করল সেনা

- Advertisement -

কাশ্মীর (Jammu Kashmir) উপত্যকায় ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। বৃহস্পতিবার উরির (Uri) কামালকোট সেক্টরে মাদিয়ান নানক পোস্টের কাছে সেনা ও বারামুলা পুলিশ তিন অনুপ্রবেশকারীকে নিকেশ করেছে ভারতীয় সেনা ও পুলিশের যৌথবাহিনী।

উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরের কামালকোট এলাকায় মাদিয়ান নানক পোস্টের কাছে জঙ্গিরা নিয়ন্ত্রণরেখার এই দিকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। শ্রীনগর-ভিত্তিক পিআরও, প্রতিরক্ষা, কর্নেল এমরন মুসাভি বলেছেন, নিয়ন্ত্রণরেখা বরাবর সম্ভাব্য অনুপ্রবেশের বিষয়ে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাছ থেকে একটি ইনপুট পাওয়ার পরে একটি অভিযান শুরু করা হয়েছিল।

   

এর আগে মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের পল্লানওয়ালা এলাকায় নিয়ন্ত্রণরেখায় (এলওসি) জঙ্গিদের তৃতীয় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা।

পুলিশের তরফ থেকে জানানো হয়, ২৩ শে আগস্ট রাতে আখনুর সেক্টরের পল্লানওয়ালার এলওসিতে ভারতীয় সেনাবাহিনী একটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছিল। নিয়ন্ত্রণরেখায় গত ৭২ ঘণ্টায় এটি তৃতীয় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular