HomeBharatJ&K: জঙ্গিদের গুলিতে শহিদ ৩ সেনা জওয়ান, খতম একাধিক জঙ্গি

J&K: জঙ্গিদের গুলিতে শহিদ ৩ সেনা জওয়ান, খতম একাধিক জঙ্গি

- Advertisement -

সাত সকালে সেনা জঙ্গি সংঘর্ষে কেঁপে উঠল জম্মু কাশ্মীর। জানা গিয়েছে, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে পরগল সেনা চৌকিতে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। এরপরেই দু পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, এনকাউন্টারে দুই জঙ্গি মারা পড়েছে। এদিকে জঙ্গিদের  গুলিতে তিন সেনা জওয়ান শহিদ হয়েছেন, আহত হয়েছেন ৫ জন বলে খবর।

   

রাজৌরির দারহাল এলাকার পারগলে সেনা ছাউনির বেড়ার মধ্যে ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা। এ নিয়ে সতর্ক জওয়ানরা সন্দেহভাজনদের দেখে গুলি চালাতে শুরু করেন। গুলি চালায় জঙ্গিরাও।

দু’পক্ষের গোলাগুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গিরা। যেখানে শহিদ হয়েছেন তিন জওয়ান। আপাতত তল্লাশি অভিযান চলছে।

এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, অন্য দলগুলিকেও দারহল থানা থেকে ৬ কিলোমিটার দূরে ওই শিবিরে পাঠানো হয়েছে। এতে দুই জঙ্গি নিহত হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular