মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ কোথায়? তিনটি জায়গা খুঁজল কেন্দ্র

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মৃতিসৌধ কোথায় হবে? এ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না৷ তাঁর শেষকৃত্য নিয়েও কম জলঘোলা হয়নি৷ কেন্দ্রীয় সরকার রাজঘাটে…

Manmohan Singh memorial location

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মৃতিসৌধ কোথায় হবে? এ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না৷ তাঁর শেষকৃত্য নিয়েও কম জলঘোলা হয়নি৷ কেন্দ্রীয় সরকার রাজঘাটে তাঁর শেষকৃত্যের অনুমতি দেয়নি৷ এই নিয়ে লাগাতার সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছে কংগ্রেস৷ অবশেষে বিরোধীদের মুখ বন্ধ করতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির জন্য সম্ভাব্য তিনটি জায়গার কথা উল্লেখ করা হল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে৷  (Manmohan Singh memorial location)

তিনটি স্থান চিহ্নিত Manmohan Singh memorial location

কেন্দ্রীয় সূত্রে খবর,মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য একতা স্থল, বিজয় ঘাট ও রাষ্ট্রীয় স্মৃতিস্থল নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রক এবং সিপিডব্লুডি (CPWD)-র বৈঠকে এই তিনটি জায়গাতেই সম্ভাব্য স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে।

   

উল্লেখ্য, এর মধ্যে একতা স্থলে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিং-এর সমাধি। রাজঘাট সংলগ্ন রাস্তার উপরে থাকা বিজয় ঘাটে রয়েছে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি। এবং রাষ্ট্রীয় স্মৃতিস্থল বরাদ্দ রয়েছে দেশের প্রয়াত গুরুত্বপূর্ণ জননেতাদের সমাধির জন্য৷ 

বিজয় ঘাটে হবে কি স্মৃতিসৌধ? Manmohan Singh memorial location

তবে সম্ভবত, যমুনা পাড়ে অবস্থিত রাজঘাট সংলগ্ন বিজয় ঘাটে গড়ে তোলা হবে মনমোহন মেমোরিয়াল৷ এখানেই রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর স্মৃতিসৌধ৷ তাঁর আগে অবশ্যই মনমোহন সিংয়ের পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সৌধ নির্মাণের জন্য ট্রাস্টি বোর্ডও গঠন করা হবে৷ এই বোর্ডে কারা কারা থাকবেন, তাও ঠিক করার এক্তিয়ারও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের উপরেই ছাড়া হবে৷ 

নিগমবোধ ঘাটে শেষকৃত্য Manmohan Singh memorial location

গত ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবতিপর অর্থনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী৷ ২৮ ডিসেম্বর, শনিবার বেলায় লালকেল্লার পিছন দিকে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহ সিং-এর শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তে অবশ্য নাখুশ কংগ্রেস৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন কংগ্রেস নেতৃত্ব৷ 

Bharat: The debate continues over the location of former PM Manmohan Singh‘s memorial. Three possible sites, including Ekta Sthal, Vijay Ghat, and Rashtriya Smriti Sthal, are under discussion. Government sources reveal talks between ministries to finalize the memorial’s site.