‘২৪ ঘণ্টার মধ্যে কেজরিওয়ালও জেল থেকে বেরোবেন,’ বড় দাবি সিসোদিয়ার

তিহাড় জেল থেকে বেরিয়েই বিরাট বড় দাবি করলেন আপ নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। বিধানসভা ভোটের আগে আবগারী নীতি মামলায় গতকাল শুক্রবার মণীশ সিসোদিয়াকে জামিন…

তিহাড় জেল থেকে বেরিয়েই বিরাট বড় দাবি করলেন আপ নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। বিধানসভা ভোটের আগে আবগারী নীতি মামলায় গতকাল শুক্রবার মণীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে ভোটের আগে মণীশ সিসোদিয়ার জেলমুক্তিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট মহল। কিন্তু জেলমুক্তি হওয়ার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejrwal)-কে নিয়ে বিরাট দাবি করলেন সিসোদিয়া।

কবে বেরোবেন কেজরিওয়াল? এবার এর সরাসরি জবাব দিলেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। শনিবার জেল থেকে বেরোতেই কর্মীদের উদ্দেশে ভাষণ দেন সিসোদিয়া। তাঁর দাবি, বিরোধীরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে ২৪ ঘণ্টার মধ্যে জেল থেকে বেরিয়ে আসবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

   

আজ শনিবার মণীশ সিসোদিয়া বিজেপকেও কড়া ভাষায় নিশানা করেন এবং বলেন যে বিজেপির লোকেরা সংবিধানের চেয়ে বেশি শক্তিশালী নয়। আপের সদর দফতরে কর্মীদের উদ্দেশে সিসোদিয়া বলেন, ‘প্রত্যেক ব্যক্তিকে এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে, যা কেবল রাজনীতিবিদদের জেলে ঢোকাচ্ছে না, সাধারণ মানুষকেও হয়রানিও করছে।’

প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘অরবিন্দ কেজরিওয়ালের কাজকে বদনাম করার ষড়যন্ত্র করা হচ্ছে।’ সিসোদিয়া আপ কর্মীদের বলেন যে, ‘আমরা কেবল রথের ঘোড়া, তবে আমাদের আসল সারথি জেলে রয়েছে, তিনি শীঘ্রই বেরিয়ে আসবেন।’ এদিন তিনি আম আদমি পার্টির শতাধীক কর্মীকে দেশে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

মণীশ সিসোদিয়া বলেন যে তাঁর জন্য অপেক্ষা করা মানুষের চোখের জল তাকে কঠিন সময় থেকে টেনে তুলেছে। তিনি বলেন, “সকলের চোখের জলই আমাকে শক্তি দিয়েছে। আমি আশাবাদী ছিলাম যে ৭-৮ মাসের মধ্যে ন্যায়বিচার পাবো। ১৭ মাস সময় লেগেছিল, কিন্তু সততা ও সত্যের জয় হয়েছে।”