Manipur: মণিপুরে হাজার হাজার বন্দুক উদ্ধার, সরকারি আগ্নেয়াস্ত্রের সিংহভাগ লোপাট!

জাতিগত রক্তাক্ত সংঘর্ষে মণিপুরের (Manipur Violence) বিজেপি শাসিত রাজ্য প্রশাসন মুখ থুবড়ে পড়ে়ছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যত আগ্নেয়ীস্ত্র লুঠ হয়েছে তার সিংহভাগ এখনও সংঘর্ষরত মেইতেই ও কুকিদের দখলে।

জাতিগত রক্তাক্ত সংঘর্ষে মণিপুরের (Manipur Violence) বিজেপি শাসিত রাজ্য প্রশাসন মুখ থুবড়ে পড়ে়ছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যত আগ্নেয়ীস্ত্র লুঠ হয়েছে তার সিংহভাগ এখনও সংঘর্ষরত মেইতেই ও কুকিদের দখলে।

জাতিগত রক্তাক্ত সংঘর্ষে মণিপুরের (Manipur Violence) বিজেপি শাসিত রাজ্য প্রশাসন মুখ থুবড়ে পড়ে়ছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যত আগ্নেয়ীস্ত্র লুঠ হয়েছে তার সিংহভাগ এখনও সংঘর্ষরত মেইতেই ও কুকিদের দখলে। এই আগ্নেয়াস্ত্র দিয়েই চলছে পারস্পরিক হামলা। জাতিগত সংঘর্ষে মণিপুরে শতাধিক নিহত।

Advertisements

পরিস্থিতি সামাল দিতে সসস্ত্র বাহিনীও ব্যর্থ বলে অভিযোগ উঠছে। রাজ্য পুলিশের যে বিপুল পকিমাণ আগ্নেয়াস্ত্র লু়ঠ করা হয়েছিল সেসব ফেরত দিতে সরকারের তরফে অনুরোধ করা হয়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, পার্বত্য জেলায় লুট হওয়া ৬২৩টি অস্ত্রের মধ্যে ১৩৮টি এবং উপত্যকা জেলায় হারিয়ে যাওয়া ৪৩২৪টি অস্ত্রের মধ্যে ১০৭২টি উদ্ধার করা হয়েছে।

   

গত ৩ মে থেকে  মণিপুরে জাতিগত সংঘাত চলছে। অভিযোগ মেইতেই ও  কুকি গোষ্ঠি দুপক্ষই পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করেছে। কুকি অধ্যুষিত পার্বত্য জেলাগুলিতে মোট ৬৩২ টি আগ্নেয়াস্ত্র লুঠ করা হয়। যার মধ্যে ৫ আগস্ট  পর্যন্ত ১৩৮ টি উদ্ধার করা হয়েছে। মেইতেই অধ্যুষিত  উপত্যকার জেলাগুলিতে ৪৩২৪টি আগ্নেয়াস্ত্র লুঠ করা হয়। যার মধ্যে এখন পর্যন্ত মোট ১০৭২টি উদ্ধার করা হয়েছে।

পিটিআই জানাচ্ছে, জাতিগত সংঘাতের তিন মাসেরও বেশি সময় ধরে বিধ্বস্ত রাজ্য মণিপুরের পার্বত্য ও উপত্যকা উভয় জেলাতেই অস্ত্রাগার থেকে অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ লুঠ করা হয়েছে। পার্বত্য জেলায় লুটপাট চালায় কুকি জঙ্গিরা, আর উপত্যকা জেলায় অস্ত্র ছিনিয়ে নিয়েছিল মেইতেইরা। মণিপুর রাজ্য সরকার অস্ত্র উদ্ধার করছে।

এদিকে  তিন মাস ধরে সংঘর্ষ চলছে।  কয়েকটি জেলায় কারফিউ জারি করার পরেও গুলি বিনিময় অব্যাহত রয়েছে বিভিন্ন এলাকায়।