Manipur Violence: বাঙালিরা দেখছেন জঙ্গিদের সেলফি! বিজেপি শাসিত মণিপুরের বিস্তীর্ণ এলাকা রক্ষীবিহীন

নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার অনুষ্ঠান শেষে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দিল্লি থেকে ফিরেই জঙ্গি হামলার মুখে পড়েছেন। ভয়াবহ পরিস্থিতি (Manipur Violence) মণিপুরে। এ…

নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার অনুষ্ঠান শেষে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দিল্লি থেকে ফিরেই জঙ্গি হামলার মুখে পড়েছেন। ভয়াবহ পরিস্থিতি (Manipur Violence) মণিপুরে। এ রাজ্যের জিরিবাম জেলার হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয়ে হামলার পর স্থানীয় সশস্ত্র সংগঠনের তরফে একটার পর একটা উল্লাস ভিডিও পোস্ট করা হচ্ছে।

মণিপুরী জঙ্গিদের দেওয়া সেই ভিডিওগুলি সে রাজ্যের সংবাদমাধ্যম প্রকাশ করছে। ভিডিওতে স্পষ্ট মাইলের পর মাইল এলাকা রক্ষীবিহীন! সেখানে টহল দিচ্ছে জঙ্গি কনভয়! সেই কনভয় থেকেই জঙ্গিরা ছবি দিচ্ছে।

   

অসমের বাংলাভাষী প্রধান এলাকা বরাক উপত্যকার কাছাড় জেলা। কাছাড়ের লাগোয়া মণিপুরের জিরিবাম জেলা। দুই রাজ্যের আন্ত:সীমা এলাকা জিরিমুখ। এখানেই জিরি নদী মিশেছে বরাক নদীতে। এলাকায় তীব্র আতঙ্ক। কারণ জিরিমুখের কাছাড়বাসী স্পষ্ট দেখতে পাচ্ছেন নদীর ওপারে পড়শি রাজ্য মণিপুরের জিরিবাম জেলার পাহাড়ি পথে জঙ্গিদের কনভয়। তারা উল্লাস করছে।

মণিপুরের জিরিবামের দিকে কড়া নজর রাখছে অসম পুলিশ। আন্ত:রাজ্য সীমানায় সশস্ত্র পুলিশ যে কোনও হামলা রুখতে প্রস্তুত বলেছেন কাছাড় জেলার পুলিশ সুপার নমোল মাহাতো।

মণিপুর রাজ্যে দুই গোষ্ঠী সংঘর্ষে আবারও উত্তপ্ত পরিস্থিতি। রাজ্যের জিরিবাম জেলায় পুনরায় শুরু হয়েছে মৈতেই এবং কুকি গোষ্ঠীর সংঘর্ষ । অগ্নিগর্ভ মণিপুর ছেড়ে পড়শি রাজ্য অসমের কাছাড়ে আশ্রয় নিচ্ছেন মণিপুর বাসিন্দারা। কাছাড়ের জিরিঘাট হয়ে প্রবেশ করছেন শত শত মণিপুরী। পড়শি রাজ্যের জিরিবামের পরিস্থিতি দেখে কাছাড়ের লক্ষ্মীপুরবাসী আতঙ্কিত। কারণ লক্ষ্মীপুর সবথেকে নিকটবর্তী।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার কনভয় দলের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, এই হামলা মণিপুরের জনগণের উপর সরাসরি আক্রমণ। রাজ্য সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য কঠোর ব্যবস্থা বাস্তবায়ন করবে।