Manipur Violence: মণিপুরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ একাধিক জওয়ান, নিহত 2 রক্ষী

লোকসভা নির্বাচনের মধ্যে রক্তাক্ত মণিপুর। উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে হিংসা (Manipur Violence) থামেনি তার প্রমাণ ফের জঙ্গি হামলা। যদিও প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন,…

Manipur Violence: মণিপুরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ একাধিক জওয়ান, নিহত 2 রক্ষী

লোকসভা নির্বাচনের মধ্যে রক্তাক্ত মণিপুর। উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে হিংসা (Manipur Violence) থামেনি তার প্রমাণ ফের জঙ্গি হামলা। যদিও প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, মণিপুর শান্ত। তবে সেই দাবি উড়িয়ে ভোটে হিংসাত্মক পরিবেশ ছিল মণিপুরে। এবার সেই রেশ ধরে বড়সড় জঙ্গি হামলা। 

মণিপুরের নারানসেনা এলাকায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে আক্রমণটি মধ্যরাতে হয়। 

রাজ্যের বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় মোতায়েন করা সিআরপিএফের 128 ব্যাটালিয়নের রক্ষীরা গুলিবিদ্ধ।  বিষ্ণুপুর জেলার ময়রাং থানার আওতাধীন নারায়ণসেনার একটি গ্রামের দিকে গুলি চালায় বলে জানা গেছে।

জঙ্গিদের একটি দল নারানসিনা গ্রামের একটি পাহাড় থেকে উপত্যকা অঞ্চলের দিকে গুলি চালায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পোস্ট লক্ষ্য করে বোমা হামলা হয়। এতে চারজন নিরাপত্তী কর্মী গুরুতর আহত হয়।  যে দুজন মারা গেছেন তারা নারানসিনায় নিযুক্ত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) 128 ব্যাটালিয়নের সাব-ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি। আহতরা হলেন ইন্সপেক্টর যাদব দাস ও কনস্টেবল আফতাব দাস। হামলাকারীরা মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত তাদের হামলা চালায় বলে জানা গেছে।

Advertisements

পিটিআই জানাচ্ছে, জঙ্গিরা পাহাড়ের চূড়া থেকে নির্বিচারে গুলি চালায়, ক্যাম্পটিকে লক্ষ্য করে। এটি প্রায় 12.30টা শুরু হয় এবং প্রায় 2.15 টা পর্যন্ত চলে। জঙ্গিরা বোমাও ছুড়েছিল, যার মধ্যে একটি CRPF এর 128 ব্যাটালিয়নের ফাঁড়িতে বিস্ফোরিত হয়েছিল।

গতবছর একটানা কুকি-মেইতেই জাতি সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে মণিপুরে। কংগ্রেসের অভিযোগ, এ রাজ্যে জাতি সংঘর্ষে উস্কানি দিচ্ছে শাসকদল বিজেপি। তবে অভিযোগ অস্বীকার করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। জাতি সংঘর্ষে রক্তাক্ত মণিপুরের পরিস্থিতি বিশ্বজুড়ে আলেচিত।