Manipur Violence: অশান্ত মণিপুর, বিজেপি শাসিত রাজ্যে জওয়ানদের পুড়িয়ে খুনের চেষ্টা

বিজেপি শাসিত মণিপুরে বাস ভর্তি জওয়ানদের পুড়িয়ে  মারার চেষ্টা। বাসটি সিআরপিএফ রক্ষীদের নিয়ে যাচ্ছিল। সেই সময় হামলা হয়। বাসটি ঘিরে তাতে আগুন ধরানো হয়। অগ্নিগর্ভ…

বিজেপি শাসিত মণিপুরে বাস ভর্তি জওয়ানদের পুড়িয়ে  মারার চেষ্টা। বাসটি সিআরপিএফ রক্ষীদের নিয়ে যাচ্ছিল। সেই সময় হামলা হয়। বাসটি ঘিরে তাতে আগুন ধরানো হয়। অগ্নিগর্ভ (Manipur Violence)  পরিস্থিতি।

জাতিগত সংঘর্ষের রক্তাক্ত গোষ্ঠী সংঘর্ষ থাকলেও মণিপুরের অভ্যন্তরীন পরিস্থিতি সে রাজ্যের সরকারের নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাসে হামলার ঘটনা ঘটেছে সংঘর্ষ কবলিত কাংপোকপি এলাকায়।

   

মণিপুরের পার্বত্য জেলা কাংপোকপিতে সিআরপিএফ কর্মীদের একটি বাসে একটি আগুন ধরানো হয়।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যের বিবদমান দুই গোষ্ঠী মেইতেই এবং কুকি উভয় সম্প্রদায়ের সাথে আলোচনা শুরু করার ঘোষণা করেছেন। তাঁর ঘোষণার একদিন পরে এই ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, বাসটি ডিসি কাংপোকপি থেকে কাংপোকপি থানার দিকে যাচ্ছিল। সেই সময় কংপোকপি বাজারে জনতা থামিয়ে দেন। ওই বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জানা গেছে,ওই বাসটির মালিক মেইতি সম্প্রদায়ের। সিআরপিএফ কর্মীদের বহন করার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল।

জওয়ানদের বাসে আগুন ধরানোর খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে। অবরোধের কারনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে অবরোধ হটিয়ে পুলিশ উত্তেজিত জনতাকে সফলভাবে ছত্রভঙ্গ করে দেয়। জওয়ানদের বাসে আগুন ধরানোর ঘটনায় হতাহতের খবর নেই। তবে পুলিশের ধারণা, ঘেরাও করে বাসে আগুন ধরিয়ে সিআরপিএফ জওয়ানদের পুড়িয়ে মারা ছক করা হয়েছিল।

গত এক বছরের বেশি সময় ধরে মণিপুর অশান্ত। জাতিগত সংঘর্ষে শতাধিক নিহত। সংঘর্ষের রেশ সমানে চলছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নিরাপত্তায় মোতায়েন টহলদার বাহিনী আক্রান্ত হয়েছে।

অশান্ত মণিপুরের সংলগ্ন অসমের দিকে পালিয়ে আসছেন বহু বাসিন্দা। এদের বেশিরভাগই বাংলাভাষী। তারা আশ্রয় নিচ্ছেন অসমের কাছাড় জেলায়।