Manipur Violence: মণিপুরে এক জওয়ানকে অপহরণ করে খুন, ফের ছড়াল হিংসা

বিজেপি শাসিত মণিপুরে নতুন করে হিংসাত্মক পরিবেশ (Manipur Violence) ছড়াল। এবার এক সেনা কর্মীকে অপহরণ করে খুনের ঘটনা ঘটেছে।মৃতের নাম সার্তো থাংথাং কমকে। ছুটিতে থাকা ওই জওয়ানকে অপহরণ করে খুন করা হয় পশ্চিম ইম্ফলে। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শীর মৃতের দশ বছর বয়সী ছেলে। তার দাবি আততায়ীরা বাবাকে ঘিরে ধরেছিল। একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে মেরে ফেলে।

Advertisements

মণিপুরের লেইমাখং মিলিটারি স্টেশনে নিয়োজিত সিপাহী সার্তোকে তারুং। তার বাড়ি ইম্ফল পশ্চিমের হ্যাপি ভ্যালি। বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল গত 16 সেপ্টেম্বর আনুমানিক সকাল দশটা নাগাদ। তিনজন অজ্ঞাত ব্যক্তি জবরদস্তি সেনা কর্মীর বাড়িতে প্রবেশ করে তাকে অপহরণ করে। ঘণ্টার পর ঘণ্টাও ওই সেনার হদিস সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরের দিন সকালে ইম্ফল পূর্বের সোগোলমাং থানার অধীন মংজামের পূর্বে খুনিংথেক গ্রামে সেনা কর্মী সার্তোর প্রাণহীন দেহ দেখা যায়। তার মাথায় গুলি করা হয়েছে। নিহত সেনা কর্মী সের্তো থাংথাংয়ের স্ত্রী, কন্যা এবং পুত্র আতঙ্কিত। সেনাবাহিনী জানিয়েছে এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে আছে।

Advertisements

মণিপুর পুলিশ জানিয়েছে, মে মাসের শুরু থেকে যে জাতিগত সংঘর্ষ চলে তাতে ১৭৫ জন নিহত এবং ১১০৮ জন আহত। ৪,৭৮৬টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ৩৮৬টি ধর্মীয় স্থানে ভাঙচুর করা হয়েছে। আইজিপি (অপারেশন্স) আই.কে. মুইভা বলেছেন, ” এই চ্যালেঞ্জিং সময়ে আমরা জনগণকে আশ্বস্ত করতে পারি যে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং অসামরিক প্রশাসন স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে।” তিনি জানান, ১৩৫৯টি আগ্নেয়াস্ত্র এবং ১৫০৫০টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।