Manipur Violence: আরও বিপাকে বিজেপি, মণিপুরে গুলিবিদ্ধ বিক্ষোভকারী নিহত

Manipur Violence: বিক্ষোভ জ্বলছে বিজেপি শাসিত মণিপুর। রাজ্যের বাংলাভাষী অধ্যুষিত জেলা জিপিবামের পরিস্থিতি আরও খারাপ হলো।নিরাপত্তা বাহিনী এবং একটি জনতার মধ্যে সংঘর্ষের সময় গুলিতে একজন…

breaking-News-kolkata24x7

Manipur Violence: বিক্ষোভ জ্বলছে বিজেপি শাসিত মণিপুর। রাজ্যের বাংলাভাষী অধ্যুষিত জেলা জিপিবামের পরিস্থিতি আরও খারাপ হলো।নিরাপত্তা বাহিনী এবং একটি জনতার মধ্যে সংঘর্ষের সময় গুলিতে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে পুলিশ সোমবার জানিয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে যে গুলিবর্ষণে একজন নিহত হয়েছে। কিন্তু কে গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন গুলি নিরাপত্তা বাহিনীর দিক থেকে এসেছে। জিরিবামের অবস্থা এমনই যে এখানকার বিজেপি নেতারা পালিয়ে নিকটবর্তী অসমের কাছাড় জেলায় শেল্টার নিয়েছেন।

   

 

জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের অপসারণ চেয়ে দলীয় বিধায়করা অনড়। সোমবার বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠক কোথায় হবে স্পষ্ট নয়। কারণ গত কয়েকদিন ধরে তিনি গোপন স্থানে আছেন বলে এ রাজ্যের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

জাতি সংঘর্ষের রেশ ধরে রাজ্যের দুই প্রধান জনগোষ্ঠী মেইতেই ও কুকি দুতরফের সমর্থন হারিয়েছে বিজেপি সরকার। গত ১১ অক্টোবর বাংলাভাষী অধ্যুষিত জিরিবাম জেলায় ১১ জন জঙ্গিকে খতম করার দাবি করা হয়। নিহতরা কুকি গোষ্ঠীর। দাবি উড়িয়ে কুকি সংগঠনের দাবি, ভুয়ো সংঘর্ষে ওই যুবকদের খুন করা হয়েছে। ওই দিনই জিরিবাম থেকে তিন শিশু ও তিন মহিলাকে অপহরণের ঘটনা ঘটে। এদের খুন করা হয়। দেহ মিলেছে অসমের কাছাড় জেলার লাগোয়া অংশে জিরি নদীতে। এরা সবাই মেইতেই গোষ্ঠীর। ফলে এই গোষ্ঠীর ক্ষোভ তুঙ্গে। রক্তাক্ত জাতি সংঘর্ষের জেরে গত দু বছর ধরে মণিপুরের বিজেপি সরকার অসহায়। এ রাজ্যে শত শত নিহত। হাজার হাজার ঘরছাড়া।

রবিবার বাংলাভাষী অ়ধ্যুষিত জিরিবাম জেলায় পুলিশের সামনেই বিজেপি দফতরে আগুন ধরান উত্তেজিত জনতা। হামলাকারীরা পুড়িয়ে দেন মোদী, শাহ ও বীরেন সিংয়ের ছবি। এই বিক্ষোভ চলাকালীন গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু সংবাদে ফের উত্তেজনা চড়ল। জিরিবামসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়াচ্ছে।