বিষ্ণুপুরে পরিত্যক্ত বাড়িতে আইইডি বিস্ফোরণ, গুরুতর আহত ২

Manipur IED blast

ইম্ফল: নতুন বছরের শুরুতেই ফের উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। সোমবার ভোরে মণিপুরের বিষ্ণুপুর জেলার সাইতন এলাকায় একটি ভয়াবহ আইইডি (IED) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি পরিত্যক্ত বাড়িতে রাখা বিস্ফোরকের আঘাতে এক মহিলাসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভোর ৫টা ৩০-এর সেই মুহূর্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ সাইতন এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে একটি জনহীন পরিত্যক্ত বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়িটির একটি বড় অংশ ধসে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুলিশে খবর দিলে উদ্ধারকারী দল ও পুলিশ এসে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক পুরুষ ও এক মহিলাকে উদ্ধার করে। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে।

   

তদন্তে বোমা নিষ্ক্রিয়করণ দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা Manipur IED blast

ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে এলাকাটি বর্তমানে কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে। বিস্ফোরণের ধরন দেখে প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, এটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED)। বিস্ফোরণের প্রকৃতি এবং ওই বিস্ফোরকের মারণক্ষমতা কতখানি ছিল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞ এবং বোমা নিষ্ক্রিয়করণ দল (Bomb Disposal Squad)।

পুলিশি তৎপরতা ও নিরাপত্তা

বিষ্ণুপুর জেলা পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে ওই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরক মজুত করা হয়েছিল এবং এর পিছনে কোনো জঙ্গি গোষ্ঠী বা অন্তর্ঘাতমূলক পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত ওই দুই ব্যক্তির বিস্ফোরণের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, নাকি তাঁরা দুর্ঘটনাবশত এর শিকার হয়েছেন, সে বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।

এই ঘটনার পর জেলাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত ও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী ও পুলিশ। ফরেনসিক রিপোর্ট হাতে এলে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছে প্রশাসন।

Bharat: An IED blast in Manipur’s Bishnupur district left two people injured on Monday morning. The explosion at a Saiton abandoned house triggered a security alert. Police and forensic teams are investigating the intent. Get the latest Manipur updates.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন