লোকসভা নির্বাচনের আগে ফের গরম হচ্ছে মণিপুর। উত্তর পূর্বাঞ্চলের এই বিজেপি শাসিত রাজ্যটি বারবার জাতি-সংঘর্ষে রক্তাক্ত (Manipur violence) হয়েছে। ভোটের আগে এবার খোদ মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন প্রার্থী! এর জেরে মণিপুর সরগরম। রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের ভোটের আগে শাসকদল বিজেপির অভ্যন্তরে চলছে ভাঙন।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে অভিযুক্ত নির্দল প্রার্থী, মইরাংথেম টি. নংশাবা। তাকে তলব করা হয়েছে৷ একটি লাইভ টিভি শোতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নংশাবার বিতর্কিত মন্তব্যের জবাবে ইম্ফল পশ্চিম পুলিশ সমন জারি করেছে।
মইরাংথেম টি. নংশাবা ইনার মণিপুর লোকসভা আসনের একজন নির্দল প্রার্থী। গত 2 এপ্রিল একটি লাইভ টিভি শো চলাকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের প্রতি তার বিতর্কিত মন্তব্যের পরে ইম্ফল পশ্চিম পুলিশ তলব করেছে।
টেলিভিশন অনুষ্ঠানে নংশাবা বলেন, “বীরেন পদত্যাগ না করা পর্যন্ত বা মারা না যাওয়া পর্যন্ত মণিপুর সর্বদা কষ্ট পাবে। তার মৃত্যুর জন্য অপেক্ষা করার পরিবর্তে, আমি তাকে হত্যা করতে পারি।”
এই মন্তব্যের জেরে 4 এপ্রিলের পুলিশ বিজ্ঞপ্তিতে নংশাবাকে শুক্রবার সকাল 11 টার মধ্যে ইম্ফল থানায় তাদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না দিলেক্রিমিনাল প্রসিডিউর কোডের (সিআরপিসি) ধারায় তাকে গ্রেফতার করা হতে পারে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
